ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ই-টিআইএনধারীর সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:৩০, ৫ এপ্রিল ২০১৭

ই-টিআইএনধারীর সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) ধারীর সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। সোমবার করদাতা শনাক্তে সংখ্যার দিক থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ মাইলফলক স্পর্শ করে। জানা গেছে, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু অর্থবছরের প্রথম ৫ মাসেই অর্থমন্ত্রীর দেয়া লক্ষ্যমাত্রা অতিক্রম করে এনবিআর। আর অর্থবছরের ৯ মাসের মাথায় এসে করদাতা শনাক্তে নতুন মাইলফলক স্পর্শ করেছে এনবিআর। সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশে ২৮ লাখ ২০৩ করদাতা ই্-টিআইএন নিয়েছেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, অর্থমন্ত্রী চলতি অর্থবছরের মধ্যে ২৫ লাখ ই-টিআইএন নিবন্ধন করার লক্ষ্যমাত্রা দিলেও বছরের মাত্র ৫ মাসের মধ্যে আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি। আর নয় মাসের মাথায় এসে নতুন মাইলফলক স্পর্শ করেছি। ইতোমধ্যে আমরা অর্থমন্ত্রীর দেয়া লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৩ লাখ বেশি করদাতা শনাক্ত করেছি। অর্থবছরের এখনও তিন মাস বাকি। এই ৩ মাসে নতুন আরও ২ লাখ করদাতা যোগ হবে বলে আশা করি। তিনি বলেন, বর্তমানে এনবিআরে সংস্কৃতি বদলেছে। এখন আমরা কারও কাছ থেকে রাজস্ব আদায় করি না। রাষ্ট্রের প্রয়োজনে আমরা রাজস্ব আহরণ করি। রাজস্ব আহরণের পাশাপাশি এনবিআর কর্মকর্তারা সম্মানিত করদাতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করছে। এনবিআরের কর্মকর্তাদের বন্ধুত্বসুলভ আচরণের কারণে কর প্রদানে সম্মানিত করদাতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, এনবিআরের আয়কর আদায় নিয়ে এখন আর করদাতাদের মধ্যে কোন অভিযোগ নেই। তারা সব সময় উৎসবমুখর পরিবেশে কর প্রদানের সুযোগ পাচ্ছেন।
×