ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে বিবিএ’র বিপণন বিভাগে নতুন ২টি মেজর কোর্স অন্তর্ভুক্ত

প্রকাশিত: ০৪:২৮, ৫ এপ্রিল ২০১৭

এআইইউবিতে বিবিএ’র  বিপণন বিভাগে নতুন ২টি মেজর কোর্স অন্তর্ভুক্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মার্কেটি বিভাগের উদ্যোগে আগামী সামার সেমিস্টার ২০১৬-১৭ থেকে বিবিএ প্রোগ্রামের পাঠদানে ‘কৃষিভিত্তিক পণ্য বিপণন’ এবং ‘পণ্য উদ্ভাবন ও ব্যবস্থাপনা’ বিষয়ক দুটি মেজর কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এআইইউবি এবং কৃষি খাতের প্রতিষ্ঠান ক্যাটালিস্টের যৌথ উদ্যোগে বাংলাদেশে বাজার সম্ভাবনা এবং চাহিদার প্রয়োজনীয়তার নিরিখে শিক্ষাক্ষেত্র ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বাংলাদেশে প্রথমবারের মতো এ দুটি নতুন কোর্স চালু করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এআইইউবি অডিটরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং এ প্রকল্পের প্রবক্তা ড. কারমেন জেড ল্যামাগনা উক্ত কোর্স দুটি উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের দুটি কোর্সের তাৎপর্য সম্পর্কে অবগত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চার্লস সি ভিলোনোভা এবং ক্যাটালিস্টের ক্যাপিটালাইজেশন বিভাগের প্রধান গুপ্ত বাহাদুর বানজারা এ দুটি নতুন কোর্সের সমগ্রিক উন্নয়ন প্রক্রিয়া উপস্থাপন এবং শিক্ষার্থীদের এ কোর্সে অধ্যয়নের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক্স) প্রফেসর ড. তফাজ্জল হোসেন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন এবং কর্পোরেট প্রতিনিধিবৃন্দ। -বিজ্ঞপ্তি
×