ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাসড়কে হাইওয়ে পুলিশের তল্লাশি অভিযান জোরদার, গ্রেফতার ৬

প্রকাশিত: ০৪:২৭, ৫ এপ্রিল ২০১৭

মহাসড়কে হাইওয়ে পুলিশের তল্লাশি অভিযান জোরদার, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥ মহাসড়কে যানবাহনে তল্লাশিকালে হাইওয়ে পুলিশের ওপর জঙ্গীদের গ্রেনেড হামলার পর থেকে সারাদেশের মহাসড়কে তল্লাশি অভিযান আরও জোরদার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবারও তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও ৬০ বস্তা নকল লাচ্চা সেমাই। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। নকল সেমাইসহ গ্রেফতারকৃতকে ৩ বছরের বিনাশ্রম কারাদ-, অনাদায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, সারাদেশের মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামের সীতাকু- মহাসড়কের ঘোড়ামারা পাকা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্ত্রী রোকসানা আক্তার লাকী (২৪), স্বামী-মঞ্জুর আলমকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি কক্সবাজারে। কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়ী সরদার বাইপাস এলাকায় প্রায় এক হাজার পিস ইয়াবাসহ মোছাঃ শাহীনা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। তার বাড়িও কক্সবাজারে। ঈশ্বরদীর পিকুরিয়া মহাসড়ক থেকে ৬ কেজি গাঁজাসহ কুষ্টিয়ার বাসিন্দা মোঃ শাহাব উদ্দিন (৩৫), মোঃ আলতাফ হোসেন (২০) ও আবদুর রাজ্জাককে (২৮) গ্রেফতার করা হয়।
×