ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসটিআইতে অটো বিলিং সেবা চালু

প্রকাশিত: ০৪:২৭, ৫ এপ্রিল ২০১৭

বিএসটিআইতে অটো বিলিং সেবা চালু

বিএসটিআই’র সেবাগ্রহীতাদের দ্রুততম সময়ে সেবা প্রদান এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা আনার লক্ষ্যে বিএসটিআইতে বিল ম্যানেজমেন্ট সফট্ওয়্যারের মাধ্যমে অটো বিলিং সেবা চালু হলো। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব এ অটো বিলিং সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএসটিআই’র পরিচালক (মান) আ ন ম আসাদুজ্জামান, পরিচালক (মেট্রোলজি) মোঃ আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএস) প্রকৌঃ মোঃ ইসহাক আলী, পরিচালক (রসায়ন) তপতী সাহাসহ প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিএসটিআই আরও একধাপ এগিয়ে গেল। তিনি বলেন, বর্তমানে বিএসটিআই’র কর্মকা- ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেবাগ্রহীতাদের সেবা সহজীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগে গ্রাহকসেবা প্রদান পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে অটো বিলিং সেবা চালু করা হলো। -বিজ্ঞপ্তি
×