ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলম্বিয়ায় অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা

প্রকাশিত: ০৪:২৪, ৫ এপ্রিল ২০১৭

কলম্বিয়ায় অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা

কলম্বিয়ার সরকার সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের মকোয়া শহরে অর্থনৈতিক জরুরী অবস্থার ঘোষণা দিয়েছে। দেশটিতে ভূমিধসে ৪৩ শিশুসহ ২৭০’রও বেশি মানুষের প্রাণহানির পর সরকার এ ঘোষণা দেয়। খবর এএফপির। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোষ বলেছেন, আমাদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, যারা দুর্ভাগ্যবশত মারা গেছে। শুক্রবারের দুর্যোগস্থল পুনরায় পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, সর্বশেষ ২৭৩ জন নিহত ও ২৬২ জন আহত হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, অন্তত ৪৩ শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার সান্তোষ দুর্যোগস্থলের কাছে সেনাবাহিনী ঘাঁটিতে রাত কাটান। প্রেসিডেন্ট বলেন, পুনর্গঠন শুরু হয়েছে। ভূমিধস হওয়ার ঝুঁকিও শেষ। কিন্তু তিনি সতর্ক করেছেন যে, জুন পর্যন্ত দেশটি বৃষ্টি আবহাওয়ার মুখে পড়বে। ত্রাণ প্রচেষ্টার তত্ত্বাবধানে টানা তিনদিন সান্তোষ দুর্যোগ এলাকায় কাটিয়েছেন। তিনি নিরাপত্তা ও জনস্বাস্থ্য বাড়াতে ত্রাণ তহবিল মুক্ত করে সোমবার অর্থনৈতিক জরুরী অবস্থার ঘোষণা দেন। প্রবল বৃষ্টিপাতের ফলে শুক্রবার ভূমিধসের ঘটনা ঘটে। বেশিরভাগ ভূমিধস এলাকাগুলো দরিদ্র। পুতুমায়ো বিভাগের গবর্নর সরেল আরোকার মতে, মকোয়াতে ৭০ হাজার মানুষের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। জীবিতদের খুঁজে বের করার আশা করা যাচ্ছে। আরও দুই শ’ নিখোঁজ রয়েছে। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় ছোট শহর মকোয়াতে গত শুক্রবার রাত ও শনিবার ভোরে অভূতপূর্ব বৃষ্টিপাত ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানি হয়েছে যাদের অধিকাংশ শিশু ও বয়স্ক মানুষ বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ২১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে যাদের মধ্যে ৪৩ শিশুর নাম পাওয়া গেছে।
×