ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃত্রিম সমস্যা তৈরি করবেন না, চীনের প্রতি ভারত

প্রকাশিত: ০৪:২৩, ৫ এপ্রিল ২০১৭

কৃত্রিম সমস্যা তৈরি করবেন না, চীনের প্রতি ভারত

তিব্বতের বিতর্কিত নেতা দালাইলামার ভারতের অরুণাচল প্রদেশ সফরের বিরুদ্ধে চীনের আপত্তির জবাব দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি শুধু আধ্যাত্মিক সফর। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। এছাড়া ভারত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের অখ-তা নিয়ে কোন প্রশ্ন উত্থাপন না করতে বলছে। খবর ইন্ডিয়া টুডের। ভারতের রাজধানী নয়াদিল্লীতে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, চীনের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোন হস্তক্ষেপ করবে না। ভারত আশা করে চীনও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনরকম হস্তক্ষেপ যাতে না করে। অরুণাচল প্রদেশের অখ-তা নিয়ে কোন প্রশ্ন নেই। এলাকাটি নিজের বলে দাবি করে; স্থানীয় লোকজন এতে কিছুটা বিস্মিত। আমি চীনের প্রতি আহবান জানাব যাতে তারা এ বিষয়টি নিয়ে কোন রকম প্রশ্ন উত্থাপন না করে। ভারত এক চীন নীতিকে সম্মান করে এবং আশা করে বেজিংও একই ধরনের সম্মান দেখাবে। ভারত কখনও প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করে না। তাই আশা করে প্রতিবেশীরাও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না। দালাইলামা মঙ্গলবার অরুণাচল প্রদেশ সফর করছেন। তিনি তাওয়াং, বোমডিলা ও অন্যান্য এলাকা সফর করবেন। তবে খারাপ আবহাওয়ার জন্য তিনি তাওয়াং সফর বাতিল করে বোমডিলা সফর করছেন। এ সফরের বিরোধিতা করেছে চীন। তিব্বতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত অরুণাচল প্রদেশকে চীন নিজেদের বলে দাবি করে আসছে। রিজিজু আরও জানান, দালাইলামার সফরটি সম্পূর্ণ ধর্মীয় সফর। এখানে কোন রাজনৈতিক স্বার্থ নেই। তাই একে রাজনৈতিকভাবে দেখার কোন অবকাশ নেই। পাঁচদিনের সফরে তিনি এখন সেখানে রয়েছেন। এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সতর্ক করে দিয়েছে, দালাইলামার অরুণাচল প্রদেশ সফরের কারণে দু’দেশের সম্পর্কের অবনতি ঘটবে।
×