ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্রোহী নিয়ন্ত্রিত হামায় সরকারী বাহিনীর হামলা

সিরিয়ার ভবিষ্যত নির্ধারণ ইস্যুতে আলোচনা শুরু

প্রকাশিত: ০৪:২৩, ৫ এপ্রিল ২০১৭

সিরিয়ার ভবিষ্যত নির্ধারণ ইস্যুতে আলোচনা শুরু

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভবিষ্যত নির্ধারণে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে মঙ্গলবার ব্রাসেলসে বৈঠক শুরু হয়েছ। এই আলোচনা এমন এক সময় শুরু হলো যখন প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরানো হবে কিনা তা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। সিরিয়া বিষয়ক ব্রাসেলস বৈঠক শুরু হওয়ার আগে ইইউ বৈদেশিক বিষয়ক প্রধান ফেডেরিক মগহেরেনি ঘোষণা দিয়েছেন, গত বছর লন্ডনে দাতাদের এক সম্মেলনে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ায় মানবিক সাহায্য কর্মসূচী পরিচালনার জন্য ১১ বিলিয়ন ডলার উঠেছিল। খবর এএফপির। তবে ট্রাম্প প্রশাসনের গত সপ্তাহের একটি ঘোষণা এই বৈঠককে ম্লান করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা জানায়, আসাদকে ক্ষমতা থেকে অপসারণে বেশি গুরুত্ব দেয়ার পরিবর্তে তারা আইএসসহ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যাপক পরিসরে যুুদ্ধের দিকে মনোযোগ দিচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সমর্থিত একটি শান্তি প্রক্রিয়া ভেস্তে দিয়েছে, যেখানে আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু ওয়াশিংটন গত সপ্তাহে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে গেছে। ইইউর এক কূটনীতিক সূত্র জানিয়েছে, ইস্যুটি সম্মেলনের সাইডলাইনে গুরুত্বসহকারে আলোচনার সম্ভাবনা রয়েছে। ইইউ প্রত্যাশা করছে জাতিসংঘের মহাসচিব এ্যান্তনিও গুতেরেস তার বিশেষ দূত স্তাফান দি মিস্তুরাকে নিয়ে সম্মেলনে যোগ দেবেন। মিস্তুরা সিরিয়া শান্তি আলোচনায় মধ্যস্ততা করছেন। এই সম্মেলনে তুরস্কের অংশগ্রণ জোরালোভাবে প্রত্যাশা করা হচ্ছে। দেশটিতে বিপুলসংখ্যক সিরিয়ান উদ্বাস্তু অবস্থান করছে। তুরস্ক আসাদের প্রস্থানে গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড়। কিন্তু মগহেরেনি সোমবার জানিয়েছেন, তুরস্কের প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণের কোন উত্তর দেননি। তবে জর্দান ও লেবানন বৈঠকে যোগ দেয়ার কথা। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই সম্মেলনে তাদের কম গুরুত্বপূর্ণ কর্মকর্তা বা কূটনীতিক পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৮ জাতির ইইউর পাশাপাশি জার্মানি, কুয়েত, নরওয়ে, কাতার, ব্রিটেন ও জাতিসংঘ সিরিয়া ও ওই অঞ্চলের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে ব্রাসেলস বৈঠকে অংশ নিচ্ছে। এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার রাজধানী দামেস্কের চারপাশে ও মধ্যাঞ্চলীয় শহর হামায় সরকারী বাহিনী তাদের বোমা হামলা জোরদার করেছে।
×