ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরসিএ’র জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু

প্রকাশিত: ০৮:৩৪, ৪ এপ্রিল ২০১৭

আরসিএ’র জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে শুরু হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অধীন আঞ্চলিক সংস্থা আরসিএ’র চারদিনব্যাপী জাতীয় প্রতিনিধি সম্মেলন। কক্সবাজারের ইনানীর রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে সোমবার সকালে এ সম্মেলনের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। চারদিনব্যাপী এ সম্মেলনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ২২টি দেশের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তার বক্তৃতায় বলেন, আইএইএ ও আরসিএ’র সক্রিয় সহযোগিতায় এ দেশের কৃষি এবং পরমাণু চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমান সরকারের দূরদর্শী ও সময়োপযোগী নীতির ফলে বাংলাদেশ এখন প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
×