ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেমরায় বিদেশী পিস্তলসহ চার ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৯, ৪ এপ্রিল ২০১৭

ডেমরায় বিদেশী পিস্তলসহ চার ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ব্যাটারি কারখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে ডেমরায় চার ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশী পিস্তল ও পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কামরাঙ্গীরচরে একটি ব্যাটারি কারখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে সৈকত বেপারী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত সিরাজুল ব্যাপারী। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোল্লাকান্দি গ্রামে। সোমবার বেলা সাড়ে ১১টায় ব্যাটারি কারখানায় কাজ করছিলেন সৈকত। এ সময় মেশিনের একটি ডাইস ছুটে তার মাথায় লাগে। এতে সৈকত গুরুতর আহত হলে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। চার ভুয়া ডিবি ॥ ডেমরায় চার ভুয়া ডিবি পুলিশকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে আবুল কাশেম জীবন, মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে রনি, মোঃ মোস্তফা কামাল ওরফে লিঙ্কন ও মোঃ স্বপন আকন। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
×