ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব

প্রকাশিত: ০৮:২৮, ৪ এপ্রিল ২০১৭

নাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দরের নাঙ্গলবন্দে কঠোর নিরাপত্তার মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব সোমবার শুরু হয়েছে। বিকেল ৫টা ৪১ মিনিট ৭ সেকেন্ডে মহাঅষ্টমী স্নানের লগ্ন শুরু হয়। শেষ হবে আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩২ মিনিট ২৭ সেকেন্ডে। স্নানোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, আনসার-ভিডিপিসহ দুই সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া দুই শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে। ঘাট এলাকাগুলো সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোলরুমের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এবারের স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে ১০ থেকে ১৫ লাখের বেশি পুণ্যার্থী অংশ নেবেন। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপ মোচনের আশায় নাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন বলে আয়োজকরা জানান। তারা এ বছর ১৮টি ঘাটের মাধ্যমে স্নান উদ্যাপন করছেন বলে কমিটির পক্ষ থেকে জাননো হয়েছে। ঘাটগুলি হলোÑ আড্ডা হরিরামপুর ঘাট, ললিত মোহন সাধু ঘাট, নাসিম ওসমান ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, মাকরী সাধু ঘাট, গান্ধী (শ্মশান) ঘাট, ভদ্রেশ্বরী কালী ঘাট, জয়কালী মন্দির ঘাট, পাষাণকালী মন্দির ঘাট, মনোজকান্তি বড়াল ঘাট, প্রেমতলা ঘাট, মুনি-ঋষিপাড়া ঘাট, ব্রহ্ম মন্দির ঘাট, দক্ষিণেশ্বরী ঘাট, কালীগঞ্জ পঞ্চপা-ব ঘাট ও সাবদী কালীবাড়ি ঘাট। তারা জানান, ‘হে লৌহিত্য আমার পাপ হরণ করো’- এ মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদে স্নান করতে ছুটে আসেন। এর মাধ্যমে জাগতিক সঙ্কীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপমুক্ত হবেন তারা। নাঙ্গলবন্দ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। আমরা আশা করছি, এবার পুণ্যার্থীরা সুষ্ঠু ও সুন্দরভাবে স্নান সম্পন্ন করতে পারবেন।
×