ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় পাতাল রেল স্টেশনে বিস্ফোরণ ॥ নিহত ১০

প্রকাশিত: ০৭:৩৬, ৪ এপ্রিল ২০১৭

রাশিয়ায় পাতাল রেল স্টেশনে বিস্ফোরণ ॥ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ার দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গে সোমবার দুটো পাতাল রেল স্টেশনে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এএফপি ও বিবিসির। বিস্ফোরণের ঘটনার মুহূর্তে বেলারুশের এক নেতার সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, সন্ত্রাসবাদী হামলাসহ এ বিস্ফোরণের সব কারণ খতিয়ে দেখা হবে। শহরের গবর্নরের মুখপাত্র আন্দ্রে কিবিটভ বলেন, আমরা নিহতের প্রকৃত সংখ্যা বলতে পারছি না। তবে তা অন্তত দশজন হবে। তিনি আরও বলেন, এ বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেনায়া স্টেশনে একটি রেল কামরার দরজা উড়ে গেছে এবং আশেপাশে হতাহরা পড়ে রয়েছে। আক্রান্ত অন্য স্টেশনটির নাম টেকনোলজিস্কি ইনস্টিটিউট। দুটো স্টেশনই শহরের কেন্দ্রে। সন্ত্রাসীরা বিস্ফোরণের এ ঘটনা ঘটাতে পারে, সে কথাও চিন্তা করছে কর্তৃপক্ষ। এদিকে বিস্ফোরণের পর সেন্ট পিটার্সবার্গের পাতাল রেল ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে মস্কো মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন, তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। এর আগে ২০১০ সালে মস্কোর মেট্রোরেলে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত হয়েছিল।
×