ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজনেস ফর পিস পেলেন দূরীন শাহনাজ

প্রকাশিত: ০৬:৫০, ৪ এপ্রিল ২০১৭

বিজনেস ফর পিস পেলেন দূরীন শাহনাজ

দূরীন শাহনাজ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এই অঞ্চলের ১.২ বিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। পৃথিবীর ক্ষুধার্ত মানুষদের মধ্যে ৭০% এর বসবাস এ অঞ্চলে। অপুষ্টিতে ভোগা ৬৫% শিশুর বসবাস এ অঞ্চলে। এবং এখানকার ১ বিলিয়ন মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। শাহনাজ বিশ্বে প্রথম সৃষ্টি করেছেন সোশ্যাল স্টক একচেঞ্জ। এর নাম ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট একচেঞ্জ’ বা আইআইএক্স (ওওঢ)। মরিশাস স্টক একচেঞ্জের সহযোগিতাই পরিচালিত হয়ে আসছে আইআইএক্স। সমাজকে পরিবর্তনের জন্য দুইটি শক্তিশালী বাহনকে নিয়ে একসঙ্গে হেঁটে চলেছে আইআইএক্স। এর প্রথমটি হলো সামাজিক উদ্যোগ (ঝড়পরধষ ঊহঃবৎঢ়ৎরংব)। দ্বিতীয়টি সমাজের প্রতি দায়বদ্ধ বিনিয়োগ (ওসঢ়ধপঃ ওহাবংঃরহম)। দূরীন শাহনাজ ২০১০ সাল থেকে এ সামাজিক ব্যবসার ধারণা নিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন ইমপেক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ এশিয়া নামক প্রতিষ্ঠানটি। এছাড়া তিনিই প্রথম বাংলাদেশী নারী, যিনি ওয়ালস্ট্রিটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাছাড়া প্রথম বাংলাদেশী নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায় শিক্ষার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ওয়াটন স্কুল অব বিজনেসে অংশগ্রহণ করেছিলেন। এতসব অর্জনের বাইরে দূরীন শাহনাজের স্বপ্ন আরও বিশাল। আমেরিকার স্মিথ কলেজ থেকে ইকোনমিক্স এ্যান্ড গবর্নমেন্ট নিয়ে বিএ শেষ করে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ করেন দূরীন। এরপর আন্তর্জাতিক অর্থনীতির ওপর এমএ ডিগ্রী নেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৯ সালে দূরীন ওয়াননেস্ট নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তোলেন। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন গ্রামের কারিগরদের অনলাইনের মাধ্যমে একত্রিত করে ভিন্নধর্মী বাজার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। পরে ওই প্রতিষ্ঠান বিক্রি করে দেন তিনি। নিউইয়র্কের মর্গান স্ট্যানলি ব্যাংক, ঢাকায় গ্রামীণ ব্যাংক, ওয়াশিংটনে বিশ্বব্যাংক কার্যালয় এবং হংকংয়ের মেরিল লিঞ্চে কাজ করার পর ২০০৬ সালের আগস্ট পর্যন্ত দূরীন এশিয়া মিডিয়া গ্রুপ লিমিটেডের সিঙ্গাপুর শাখার পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। পরে কাজ করেছেন ওয়ালস্ট্রিটেও। সম্প্রতি অসলোর মর্যাদাপূর্ণ ‘বিজনেস ফর পিস’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা দূরীন শাহনাজ। সিঙ্গাপুরভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ এশিয়া ও আইআইএক্স ফাউন্ডেশনের মাধ্যমে ব্যবসার পাশাপাশি ইতিবাচক সামাজিক ও পরিবেশগত প্রভাব সৃষ্টির উদ্যোগ নেয়ায় দূরীনকে এই পুরস্কার দেয়া হয়েছে। গত মঙ্গলবার নরওয়ের অসলো সিটি হলে এ বছরের পুরস্কারজয়ী হিসেবে দূরীনসহ চার ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়। দূরীনের সঙ্গে আরও যারা এই বছরের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন- যুক্তরাষ্ট্রের ড. হারলে সায়েদিন ও এলন মাস্কে এবং কানাডার মুরাদ আল কাতিব। আগামী ১৬ মে অসলোর সিটি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সিঙ্গাপুরভিত্তিক ইমপেক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ এশিয়া ও আইআইএক্স ফাউন্ডেশনের মাধ্যমে ব্যবসার পাশাপাশি ইতিবাচক সামাজিক ও পরিবেশগত প্রভাব সৃষ্টির উদ্যোগ নেয়ায় দূরীনকে এই পুরস্কার দেয়া হচ্ছে বলে অসলোর বিজনেস ফর পিস কমিটি জানিয়েছে। দূরীন এর আগে এশিয়া সোসাইটির ‘গেমচেঞ্জার’ পদকেও ভূষিত হয়েছিলেন। সামাজিক উদ্যোগের মাধ্যমে দায়বদ্ধ বিনিয়োগ নিশ্চিতের লক্ষ্যে নিজের প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম ‘সোশ্যাল স্টক এক্সচেঞ্জ’ কার্যক্রমের জন্য ২০১৬ সালে তিনি এই সম্মান পান। এর আগের বছর দূরীন জিতে নিয়েছিলেন জোসেফ হোয়ারটন এ্যাওয়ার্ড।
×