ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুল হ্যান্ডবল

ভিকারুননিসা ও সানিডেল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:০৬, ৪ এপ্রিল ২০১৭

ভিকারুননিসা ও সানিডেল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শেষ হয়েছে সোমবারের ফাইনালে বালিকা বিভাগে ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ দল ১১-৩ গোলে স্কলাসটিকা (উত্তরা) দলকে এবং বালক বিভাগে সানিডেল ১৯-১৬ গোলে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ নিয়ে ভিকারুন নিসা হ্যাটট্রিক শিরোপা জিতল। সবমিলিয়ে ২৪ আসরে ১৬ বারই চ্যাম্পিয়ন হলো তারা (৪ বার রানার্সআপ)। বালক বিভাগে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো সানিডেল। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালিকা বিভাগে শহীদ আনোয়ার গার্লস স্কুল ৮-৭ গোলে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে এবং বালক বিভাগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ২৪-১২ গোলে বিআইএস সিকে হারায়। সেরা খেলোয়াড় হন বালক বিভাগে সানিডেলের সংগ্রাম এবং বালিকা বিভাগে ভিকারুন ননিসার ফাতেমা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন।
×