ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার নতুন নাটক!

প্রকাশিত: ০৬:০৬, ৪ এপ্রিল ২০১৭

বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার নতুন নাটক!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে দুটি টেস্ট ম্যাচ খেলতে আসা নিয়ে আবারও নতুন নাটক শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এফটিপি (আইসিসির ফিউচার প্ল্যান ফিক্সার) অনুযায়ী ২০১৫ সালে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অসিরা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলদেশ সফরে আসেনি। তার পরবর্তী ঘটনা সবারই জানা। বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সফলভাবে আয়োজন করার পর অস্ট্রেলিয়া আবারও সফরে আসতে আগ্রহ দেখায়। নতুন সম্ভাব্য সময় চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর। কিন্তু এই সফর নিয়ে এখন নতুন নাটক শুরু করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সিরিজে দুটি টেস্ট খেলার কথা থাকলেও এখন তারা বাংলাদেশে বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চাইছে। কারণ অক্টোবরে অস্ট্রেলিয়া দল ভারতে যাবে ছোট সংস্করণের ক্রিকেট খেলতে। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতিটা সেরে নিতে চায় তারা। এদিকে জুলাই-আগস্টে পাকিস্তানের বাংলাদেশে আসা নিশ্চিত হয়ে গেছে। এরপর সেপ্টেম্বরের শেষে শুরু হবে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি। এর মাঝেই টাইট সিডিউল তৈরি করে অসিদের বিপক্ষে সিরিজ আয়োজনের চিন্তা করছে বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার এমন স্বার্থপরতার জন্যই আবারও ঝুলে যেতে বসেছে সিরিজটির ভাগ্য। চলছে দুই বোর্ডের মাঝে দর কষাকষি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘আমরা এখনও এই বছরই বাংলাদেশে সফরের বিষয়ে আশাবাদী। আমরা আমাদের ক্রিকেটার এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিয়েই বেশি কাজ করছি। বিসিবির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’ ওয়ানডের পাশাপাশি সম্প্রতি টেস্টেও আলোচিত সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। গত বছরের শেষদিকে টেস্টে দেশের মাটিতে ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়েছে। এরপর শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই প্রথমবারের মতো হারিয়েছে মুশফিক বাহিনী। তাই টেস্ট খেলার জন্য উন্মুখ হয়ে আছে টাইগাররা। এমনিতেই বেশি টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। গত বছর মাত্র ২ টেস্টের বিপরীতে চলতি বছর প্রথম ৩ মাসেই ৫ টেস্ট খেলেছে টাইগাররা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে টেস্টেও ধারাবাহিক সাফল্য আসতে শুরু করবে, এটা বলা বাহুল্য। ভারত-অস্ট্রেলিয়ার সাবেক অনেক তারকা ক্রিকেটারই বাংলাদেশকে বেশি বেশি টেস্ট খেলতে দেয়ার পক্ষে। সাকিব আল হাসান-তামিম ইকবালদের মতো বড় তারকা একই মন্তব্য করেছেন। তাই বিসিবির পক্ষ থেকে টেস্ট সিরিজ আয়োজনের চেষ্টাই চলছে বলে জানা গেছে। প্রশাসনিক ভাবে ক্রিকেট বিশ্বে বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দাপট পরিষ্কার। ভারতে ওয়ানডে-টি২০ খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়া তাই বাংলাদেশকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে।
×