ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

প্রকাশিত: ০৬:০৬, ৪ এপ্রিল ২০১৭

দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ ও শেষ টি২০তে উইন্ডিজকে উড়িয়ে দিয়ে ৩-১এ সিরিজ জিতল সফরকারী পাকিস্তান। পোর্ট অব স্পেনে ছোট্ট ফরমেটের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবিয়দের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল সরফরাজ আহমেদের দল। মূলত ব্যাটিং ব্যর্থতাই স্বাগতিকদের ডুবিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে থামে কার্লোস ব্রেথওয়েটের উইন্ডিজ। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। মাত্র ১২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পেসার হাসান আলি। সফরে পাকি চমক শাদাব খান অভিষেক সিরিজেই সিরিজসেরার পুরস্কার পকেটে পুড়েছেন; এদিন ১৬ রান দিয়ে ২ উইকেট নেয়া ১৮ বছর বয়সী লেগস্পিনারের সিরিজে মোট শিকার সংখ্যা ১০। চার ম্যাচে তার বোলিং ৩/৭, ৪/১৪, ১/৩৮ ও ২/১৬। শুক্রবার গায়ানায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টসে হারলেও উইন্ডিজের ব্যাটিংয়ের শুরুটা মন্দ ছিল না। আগের ম্যাচে (৫১ বলে ৯১) জয়ের নায়ক এভিন লুইস এদিন মাত্র ৭ রান করে ইমাদ ওয়াসিমের শিকারে পরিণত হন। এরপরও চ্যাডউইক ওয়ালটন ও মারলন স্যামুয়েলসের ব্যাটে ভর করে ৮ ওভারে ৫২ রান তুলে দারুণভাবে রেসে ফেরে স্বাগতিকরা। হাসান-শাদাবের সাঁড়াসি বোলিংয়ের মুখে এরপরই পাল্টে যায় ম্যাচের মোড়। ৪ ছক্কায় ৩১ বলে সর্বোচ্চ ৪০ করে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান ওয়ালটন। দ্বিতীয় স্পেলে ফিরে হাসান নিজের পরপর দুই ওভারে জেসন মোহাম্মদ (১) ও মারলন স্যামুয়েলসকে (২২) তুলে নেন। ডানহাতি পেসারের দুটি ওভারই ছিল উইকেট মেডেন। মাঝে রান আউট লেন্ডল সিমন্স (১)। ৮৩ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ১শ’ হওয়া নিয়ে শঙ্কা। শেষ দিকে কার্লোস ব্রোথওয়েটের দুর্দান্ত ইনিংসে কিছুটা রক্ষা। ২৪ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন টি২০ অধিনায়ক। হাসান ও শাদাব নেন দুটি করে উইকেট। পাকিস্তান অবশ্য ১২৪ রান পেরিয়েছে সতর্কতার সঙ্গেই। আহমেদ শেহজাদ, কামরান আকমল ও বাবর আজমের ব্যাটে ৭ উইকেটে আয়েশী জয় অতিথিদের। ওপেনার শেহজাদ ৪৫ বলে ৫৩, কামরান ২১ বলে ২০ আর বাবর ৩৬ বলে ৩৮ করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ১১৫ রানে ৩ উইকেট পড়া পাকিস্তানকে এরপর বন্দরে পৌঁছে দেন অভিজ্ঞ শোয়েব মালিক (৯*), আর অধিনায়ক সরফরাজ আহমেদ (৩*)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেসরিক উইলিয়ামস ২, মারলন স্যামুয়েলস নেন ১টি করে উইকেট। তারুণ্যনির্ভর দল নিয়ে এ সাফল্যে দারুণ খুশি পাকিস্তান অধিনায়ক সরফরাজ ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে চান। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ১২৪/৮ (২০ ওভার; লুইস ৭, ওয়ালটন ৪০, স্যামুয়েলস ২২, জেসন ১, সিমন্স ১, পোলার্ড ৩, ব্রোথওয়েট ৩৭*, হোল্ডার ০, নারাইন ৯, বদ্রি ১; ইমাদ ১/২৫, হাসান ২/১২, রাইস ১/২৫, ওয়াহাব ১/৪৪, শাদাব ২/১৬)। পাকিস্তান ১২৭/৩ (১৯ ওভার; শেহজাদ ৫৩, কামরান ২০, বাবর ৩৮, মালিক ৯*, সরফরাজ ৩*; বদ্রি ০/৩৮, হোল্ডার ০/২৪, উইলিয়ামস ২/১৬, নারাইন ০/১৯, স্যামুয়েলস ১/১১, ব্রেথওয়েইট ০/১৩, জেসন ০/৫)। ফল ॥ পাকিস্তান ৭ উইকেটে জয়ী। সিরিজ ॥ চার ম্যাচ টি২০ পাকিস্তান ৩-১ এ জয়ী। ম্যাচসেরা ॥ হাসান আলি (পাকিস্তান) সিরিজসেরা ॥ শাদাব খান (পাকিস্তান)।
×