ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমার্জিং টিম এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:০৫, ৪ এপ্রিল ২০১৭

ইমার্জিং টিম এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাক্স গ্রুপ ইমার্জিং টিমস এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা অনুর্ধ ২৩ দল। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবারাত্রির ফাইনালে তারা ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তান অনুর্ধ ২৩ দলকে। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ৪২.১ ওভারে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ২৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে জয় পায় লঙ্কানরা। উল্লেখ্য, ৮ দল নিয়ে গত ২৭ মার্চ শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। গত আসরের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে এবং স্বাগতিক বাংলাদেশ সেমিফাইনালে ছিটকে যায় প্রতিযোগিতা থেকে। পাকিস্তান অনুর্ধ ২৩ টস জিতেই ব্যাট হাতে নিয়েছিল। কিন্তু সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হয়ে যায় ম্যাচ শুরুর পরই। শুরু থেকেই লঙ্কান বোলারদের দাপটের মুখে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে শুরু করে তারা। দলীয় ৪২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান চার টপঅর্ডার ব্যাটসম্যান। চাপের মুখে পঞ্চম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ। কিন্তু রিজওয়ানকে ২৬ রানের মাথায় বোল্ড করে সাজঘরে ফেরান শিহান জয়সুরিয়া। পরের ওভারে তিনি খুশদিলকেও (২৪) ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে পাকরা। সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। হাম্মাদ আজম দীর্ঘক্ষণ উইকেটে থেকে ২৫ আর উসামা মির ৪৩ বলে ১ চার ও ১ ছয়ে ২৬ রান করলে সোয়া এক শ’ ছাড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ১৩৩ রান তুলতে পারে তারা। জবাব দিতে নেমে শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কারও। দলীয় ২৩ রানে প্রথম, ৫২ রানে দ্বিতীয়, ৭৬ রানে তৃতীয়, ৮৯ রানে চতুর্থ এবং ৯৮ রানে পঞ্চম উইকেট হারায় তারা। অবশ্য একপ্রান্তে দারুণ খেলছিলেন উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান সামারাবিক্রমা। মাত্র ৪২ বলে ৮ চারে ৪৫ রান করে তিনি রানের গতি সচল রাখেন। তার ঝড়ো ব্যাটিংয়ের কারণেই বিপদটা টের পায়নি লঙ্কানরা। কারণ বাকি ব্যাটসম্যানরা হয়েছেন ব্যর্থ। তিনি ফিরে যাওয়ার পর লক্ষ্য থেকে মাত্র ৩৬ রান দূরে ছিল লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে কিথুরুয়ান ভিথানাগে ও ওয়ানিদু ডি সিলভা সাবলীল ব্যাটিং করেন। তাদের মধ্যে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটি গড়ে ওঠে। ফলে ২৬ ওভার ১ বল হাতে রেখেই সহজ জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। ভিথানাগে ২০ ও ওয়ানিদু ২২ রানে অপরাজিত থাকেন। স্কোর ॥ পাকিস্তান অনুর্ধ ২৩ ইনিংস ১৩৩/১০; ৪২.১ ওভার (রিজওয়ান ২৬, উসামা ২৬, হাম্মাদ ২৫, খুশদিল ২০; শিহান ৩/২২, ওয়ানিদু ২/১৩, করুনারতেœ ২/২০)। শ্রীলঙ্কা অনুর্ধ ২৩ ইনিংস ১৩৪/৫; ২৩.৫ ওভার (সামারাবিক্রমা ৪৫, ওয়ানিদু ২২*, ভিথানাগে ২০*; সামিন ২/৩৩)। ফল ॥ শ্রীলঙ্কা অনুর্ধ ২৩ দল ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা)। সিরিজ সেরা ॥ চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)।
×