ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আর্সেনাল-ম্যানসিটি দ্বৈরথ অমীমাংসিত

প্রকাশিত: ০৬:০৫, ৪ এপ্রিল ২০১৭

আর্সেনাল-ম্যানসিটি দ্বৈরথ অমীমাংসিত

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য আর্সেনাল-ম্যানচেস্টার সিটি লড়াই অমীমাংসিতভাবে শেষ হয়েছে। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের দু’দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়েও ড্র করে আর্সেন ওয়েঙ্গারের দল। লীগে টানা দুই ম্যাচ হারের পর ড্র করল গানার্সরা। আর পেপ গার্ডিওলার সিটি এ নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল। এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমজমাট হয়ে উঠে। পঞ্চম মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় অতিথি সিটি। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁদিক থেকে এগিয়ে যান লেরয় সানে। এরপর এগিয়ে আসা গোলরক্ষক ডেভিড অসপিনাকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন জার্মানির উঠতি মিডফিল্ডার। সিটিতে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে পোস্টে নেয়া ১৩ শটের মধ্যে আটটিতেই লক্ষ্যভেদ করলেন সানে। দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারায় অতিথিরা। তবে এ যাত্রায় ডেভিড সিলভার শট রুখে দেন অসপিনা। ম্যাচের ৪০ মিনিটে সমতা ফেরায় আর্সেনাল। গায়েল ক্লিশির কর্নার সিটির ডিফেন্ডাররা ফেরানোর পর স্কোড্রান মুস্টাফির হেড করে বাড়ানো বল ডি বক্সের জটলায় পেয়ে লক্ষ্যভেদ করেন থিও ওয়ালকট। দুই মিনিট পর সিটি ফের এগিয়ে যায়। এবার দর্শনীয় গোলক রেন সার্জিও এ্যাগুয়েরো। সিলভার বাড়ানো বল ডি বক্সে ঢুকে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। লীগে লিভারপুল ও ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওনের কাছে আগের দুই ম্যাচে হারা আর্সেনাল বিরতির পর মুস্টাফির গোলে সমতায় ফেরে। ৫৩ মিনিটে মেসুত ওজিলের কর্নার থেকে লাফিয়ে হেড করে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মানির এই ডিফেন্ডার। পরের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কোন দলই। শিরোপার লড়াইয়ে অনেক পিছিয়ে পড়া দল দুটির মূল লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করা। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সেই লড়াইয়ে এগিয়ে চতুর্থ স্থানে থাকা সিটি। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। ধারাবাহিক ব্যর্থতার কারণে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে সমালোচনার অন্ত নেই। অনেকেই বলছেন, অবসর নেয়া উচিত তারকা এই কোচের। তবে ওয়েঙ্গার জানিয়ে দিয়েছেন, এসব নিয়ে তিনি মোটেও ভাবছেন না। তার কাছে, অবসর মানেই ‘মৃত্যু’। আগামী মৌসুমেও আর্সেনালের দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ২০ বছর ধরে আর্সেনালের কোচের দায়িত্বে আছেন ওয়েঙ্গার। চলতি মৌসুম শেষে দলটির সঙ্গে তার চুক্তি শেষ হবে। নতুন চুক্তিও হয়নি এখনও। তবে সংবাদমাধ্যমের খবর, এই ফরাসী কোচকে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। অবশ্য সাম্প্রতিক ব্যর্থতায় সমর্থকদের একটা বড় অংশের আস্থা হারিয়েছেন তিনি। দল টানা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকে বিদায় নেয়ায় এবং প্রিমিয়ার লীগে পাঁচ ম্যাচের চারটিতে হারায় তার চুক্তি না বাড়ানোর দাবি উঠেছে। কিন্তু ওয়েঙ্গারের স্পষ্ট জবাব, আমি অবসর নেব না। সাংবাদিকদের তিনি আরও বলেন, অবসর তরুণদের জন্য। বয়স্কদের অবসর মানে মরে যাওয়া। অবশ্যই, আমি যখন এখানে এসেছিলাম সেই সময়ের মতোই ক্ষুধার্থ আছি। ২০ বছর আগের থেকে এখন আমার কাঁধে বেশি চাপ থাকলেও ক্ষুধাটা একইরকম। এই সময়ে ওয়েঙ্গার মনে করিয়ে দিয়েছেন আর্সেনালে তার অবদানও। বলেন, ক্লাবটা তখন কেমন ছিল, আর এখন কেমন আছে, সেটি দেখলেই বুঝবেন। যখন এসেছিলাম, তখন ক্লাবে ৭০ লোক কাজ করত, এখন আমরা ৭০০। একটা শেয়ারের দাম ছিল ৪০০ পাউন্ড, এখন ১৮ হাজার পাউন্ড। আরেকটা কথা আপনাদের সোজাসুজিই জানিয়ে দিই, ক্লাবে আমার কোন শেয়ার নেই।
×