ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

মোহনবাগানকে আজ হারাতে চায় ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৬:০৪, ৪ এপ্রিল ২০১৭

মোহনবাগানকে আজ হারাতে চায় ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ দলের অবস্থা খুব একটা ভাল নয়, ভাঙ্গাচোরা যাকে বলে। তাছাড়া প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া ক্লাবের কাছে নিজেদের মাটিতেই হারতে হয়েছে ০-২ গোলে। ফলে দলের আত্মবিশ্বাস যে ভাল পর্যায়ে, এমনটা বলার কোন অবকাশ নেই। তারপরও দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই ভারতের কলকাতায় ‘এএফসি কাপ’-এর এ্যাওয়ে ম্যাচ (‘ই’ গ্রুপ) খেলতে এখন অবস্থান করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। আজ মঙ্গলবার ভারতের মোহনবাগান এ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে তারা। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। চুক্তির জটিলতা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দলে নেই পাঁচ ফুটবলার। এছাড়া ভিসা সমস্যায় দলের সঙ্গে যেতে পারেননি ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ। এ অবস্থায় যে কেউই রায় দেবে, দলের অবস্থা করুণ। কিন্তু তবুও জেতার প্রত্যয় নিয়েই আজ মাঠে নামবে দ্য স্কাই ব্লু ব্রিগেডরা। তবে দু’দলের ক্ষেত্রেই একটি মিল আছে। প্রিমিয়ার লীগের অপরাজিত শিরোপাধারী আবাহনী এবং মোহনবাগান উভয়েই এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। আবাহনীর কথা তো আগেই বলা হয়েছে। এদিকে স্বদেশী ক্লাব ব্যাঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হারে মোহনবাগান। ৩ পয়েন্ট করে নিয়ে গোল তফাতে ‘ই’ গ্রুপে মাজিয়া শীর্ষে, ব্যাঙ্গালুরু দ্বিতীয় স্থানে আছে। মোহনবাগান তৃতীয় ও আবাহনী চতুর্থ স্থানে। প্রতিপক্ষ মোহনবাগানকে সমীহ করছে বলে জানান আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু। দলের ফরোয়ার্ড নাইজিরিয়ান এমেকা ডার্লিংটন ও ইংলিশ মিডফিল্ডার জোনাথন ডেভিডের ওপর ভরসা করছেন তিনি। মোহনবাগানের বিপক্ষে জয়ই আশা করছেন তিনি। তার ভাষ্য, দু’দলের জন্যই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা পাবে, এটাই স্বাভাবিক। তবে আমরা তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই খেলব। পরিকল্পনা অনুযায়ী খেললে এবং সুযোগ কাজে লাগাতে পারলে আমরাই জিতব।’ মোহনবাগান যেখানে চার বিদেশী খেলাতে পারবে, সেখানে আবাহনী খেলাতে পারবে দুজনকে। এখানেও পিছিয়ে আছে তারা। ইতোমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে নতুন মৌসুমের ফুটবল দল বদল। কিন্তু আবাহনীকে এএএফসি কাপে অংশ নিতে হচ্ছে পুরনো মৌসুমের খেলোয়াড় নিয়েই। তবে তারা যদি এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সেক্ষেত্রে তারা নতুন খেলোয়াড় নিতে পারবে। মোহনবাগানের আছে হাইতিয়ান প্লে মেকার সনি নর্দের মতো দুর্দান্ত ফুটবলার। যিনি এক সময় ঢাকার মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। শেখ রাসেল এবং শেখ জামালে খেলেছেন ২০১২ এবং ১৩ সালে। অনেকের মতেই সনিই হচ্ছেন ঢাকার ফুটবল লীগে খেলে যাওয়া সেরা বিদেশী ফুটবলার। তার সঙ্গে বা তার বিপক্ষে খেলেছেন, আবাহনীর বর্তমান স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই। বলতে গেলে ৪-৫ জন বাদে সবাই খেলেছেন।
×