ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলম্বোয় জয় দিয়ে শুরু চায় আজ বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০২, ৪ এপ্রিল ২০১৭

কলম্বোয় জয় দিয়ে শুরু চায় আজ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ফরমেটের লড়াইয়ের ফলাফল সমতা। টেস্ট এবং ওয়ানডে সিরিজে জিততে পারেনি কোন দলই। উভয় সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। ফলাফলই বলে দিচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমজমাট এক সিরিজ হচ্ছে এবার দু’দলের মধ্যে। এবার ক্ষুদ্রতম ফরমেট টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। দু’দলের মধ্যে হওয়া সর্বশেষ টি২০ ম্যাচটায় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আজ সেটাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়ে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। টি২০ সিরিজেও প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চান মাশরাফিরা। তবে সেটা সহজ হবে না। কারণ সম্প্রতি টি২০ ক্রিকেটে জেগে উঠেছে নতুন করে গড়ে ওঠা শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে টানা দুই সিরিজ জিতে এসেছে। এ কারণে তারাও বেশ আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার বিপক্ষে খুব বেশি টি২০ ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। সাকুল্যে ৫ বার মোকাবেলা হয়েছে দু’দলের। এর মধ্যে প্রথম চারটি ম্যাচেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আর গত বছর এশিয়া কাপে একমাত্র জয় পায় বাংলাদেশ। অবশ্য গত বছর থেকেই টি২০ ক্রিকেটে যেন নিজেদের কিছুটা ধাতস্থ করে তুলতে সক্ষম হয়েছেন মাশরাফিরা। এশিয়া কাপ টি২০ আসরের ফাইনাল খেলে টাইগাররা। এরপর টি২০ বিশ্বকাপেও আলোচিত দল হিসেবে চমক দেখায়। তবে র‌্যাঙ্কিংয়ে অবস্থান বাড়েনি। আইসিসির টি২০ র‌্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত ১০ নম্বরে আছে বাংলাদেশ। আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানও বেশ এগিয়ে রেটিংয়ে। তবে শ্রীলঙ্কাও তেমন ভাল অবস্থানে নেই। তাদের ১০১ রেটিং নিয়ে অবস্থান ৮ নম্বরে। মাঝে বেশ সংগ্রামের মধ্যে গেছে লঙ্কানরা। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ জয় করার পর তেমন একটা সুবিধা করতে পারেনি তারা। তাই পিছিয়েছে অনেকখানি। কিন্তু তারা শক্তিমত্তায় অনেকখানি এগিয়ে সেটার প্রমাণ ইতোমধ্যেই দিয়ে ফেলেছে। টানা দুটি টি২০ সিরিজ জয় করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে চমক দেখায় দলটি। এরপর অস্ট্রেলিয়া সফরেও একই ব্যবধানে জয় তুলে নিয়েছে। উপুল থারাঙ্গার নেতৃত্বে নতুন করে জেগে ওঠা দলটির জন্য বড় সুখবর হয়ে আসে অস্ট্রেলিয়া সফরে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পেসার লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তন। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও আছেন তিনি। মালিঙ্গাই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি হয়ে আসবেন। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কাকে প্রথমবার টি২০ ম্যাচে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এর আগে টানা চার ম্যাচ পরাজয় দেখেছিল। তবে সেই ম্যাচে ছিলেন না মালিঙ্গা। এবার অন্যতম অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুস নেই। দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অবশ্য এ দু’জনকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে থারাঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। এবার ঘরের মাটিতে তারা চাইবে টি২০ সিরিজি নিজেদের করে রাখতে। ২০১৩ সালে সর্বশেষবার শ্রীলঙ্কা সফরে দারুণ খেলেছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো লঙ্কান ভূমিতে টেস্ট ড্র করে এবং ওয়ানডে ম্যাচ জিতে ১-১ সমতায় ওয়ানডে সিরিজও ড্র করে। তবে একমাত্র টি২০ ম্যাচে হার দেখে ফিরে এসেছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ওই একটিই টি২০ খেলার অভিজ্ঞতা আছে মাশরাফিদের। এরপর ২০১৪ সালে দুই টি২০ ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে জিততে পারেনি। শেষ পর্যন্ত গত বছর এশিয়া কাপে কাক্সিক্ষত প্রথম জয়ের দেখা পান মাশরাফিরা। সবমিলিয়ে ৫ মোকাবেলায় একটি জয় বাংলাদেশের। গত বছর এশিয়া কাপ থেকেই মাশরাফির নেতৃত্বে ভিন্নতর একটি দলে পরিণত হয়েছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে ঈর্ষণীয় সব সাফল্য পাওয়ার ধারাবাহিকতায় ক্ষুদ্র ফরমেটের ক্রিকেটেও হয়ে উঠেছে ভয়ঙ্কর দলে। বিশেষ করে তিন ফরমেটেই দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার তামিম ইকবাল ও টি২০ স্পেশালিস্ট সাব্বির রহমানের ব্যাটের ওপর বিশেষভাবে নির্ভর করবে বাংলাদেশ দল। গত বছর এশিয়া কাপে সাব্বিরের ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংসেই লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়েছিল মাশরাফিরা। বাংলাদেশের ব্যাটিংয়ে মূল শক্তি এ তিনজনই। বোলিংয়ে কাটার মুস্তাফিজুর রহমান আছেন। যদিও কাঁধের ইনজুরি কাটিয়ে সেভাবে নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না এ বাঁহাতি। তার সঙ্গে আছেন তাসকিন আহমেদ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল মাশরাফির দল। তবে শ্রীলঙ্কা সফরে এবার দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে সিরিজ ড্র করার পর এবার টি২০ সিরিজেও জেতার লক্ষ্য নিয়েই নামবে মাশরাফিরা। কলম্বোয় অবশ্য সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে খেলেছে শেষ ওয়ানডেটি। এবার ভিন্ন মাঠ প্রেমাদাসায় লড়াইয়ে নামবে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। স্বপ্ন দেখেছিল সিরিজ জয়ের। কিন্তু সেটা হয়নি। টি২০ সিরিজে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জিততে উন্মুখ মাশরাফিরা। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানেই থেমে থাকলে হবে না। সামনে এগিয়ে যেতে হবে।’ ম্যাচটি পুরোপুরি রাতে অনুষ্ঠিত হবে, সে কারণে ফ্লাড লাইটের আলোয় সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। এবার চূড়ান্ত লড়াইয়ে নামার অপেক্ষা। দলে নতুন মুখ তরুণ উদীয়মান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আছেন অভিষেকের স্বপ্নে। আছেন আরেক তরু। মেহেদী হাসান মিরাজ ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত। নবীন ও অভিজ্ঞদের সমন্বয়ে আজ কেমন করবে বাংলাদেশ দল সেদিকেই সবার নজর।
×