ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে ফের অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ০৫:৪৫, ৪ এপ্রিল ২০১৭

মহেশখালীতে ফের অস্ত্র তৈরির কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালী থানা পুলিশ পাহাড়ী এলাকায় ফের অস্ত্র ও মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে মহেশখালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ ৩জনকে আটক করেছে। এসময় তাদের আস্তানা থেকে ৭টি দেশে তৈরি বন্দুক, ৩০ রাউন্ড কার্তুজ, ৫০ পুরিয়া গাঁজা এবং ১ হাজার লিটার মাংলা মদ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হচ্ছে-দেবাঙ্গাপাড়ার আরিফ উল্লাহর স্ত্রী শাকিলা, আব্দু জব্বারের স্ত্রী নুরুন্নাহার ও ঢাকা চকবাজার এলাকার আব্দুল আজিজের পুত্র এরশাদ উল্লাহ। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় মোহাম্মদুল হক ও আরিফ উল্লাহ দেবাঙ্গাপাড়ার পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরি ও মদ উৎপাদন করে মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছে। সোমবার বিকেলে সন্ত্রাসীদের অস্ত্র ও মদ উৎপাদনের কারখানা গুঁড়িয়ে দিয়েছে মহেশখালী থানা পুলিশ।
×