ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার খুব কাছে ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৪৪, ৪ এপ্রিল ২০১৭

চলতি অর্থবছরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার খুব কাছে ॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের (২০১৬-১৭) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পর্যায়ে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত ‘স্ব-উদ্যোগ, স্ব-পরিকল্পনা ও স্ব অর্থায়নে সমৃদ্ধি জাতি’ শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এ কথা জানান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১৫ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে আমাকে এনবিআরের দায়িত্ব দেন। তখন তিনি বলেন, এখন থেকে অভ্যন্তরীণ সম্পদে দেশের উন্নয়ন হবে, বিদেশী সাহায্যে নয়। একই বছর জুলাইয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ একই বিষয়ে সিদ্ধান্ত নেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যা জানুয়ারিতে ভেবেছিলেন, বিশ্বনেতৃবৃন্দ তা জুলাইয়ে ভেবেছে। আমরা এখন নিজস্ব সম্পদে উন্নয়ন এগিয়ে নিচ্ছি। তিনি বলেন, আমরা ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ের খুব কাছকাছি পর্যায়ে পৌঁছেছি। সুশাসন ও আধুনিক ব্যবস্থা প্রণয়ন করেছি। তিনি আরও বলেন, সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ; আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগকে একীভূত করেছি, সকলে সমানতালে কাজ করছেন। কোয়ান্টামের সদস্যদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, অত্মপ্রত্যয়ী হবেন। দেখবেন অসাধ্য সৃষ্টি করে ফেলছেন। কোয়ান্টাম ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনাদের সামনে কোনকিছুই বাধা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, আপনি যদি বহুদূর এগিয়ে যেতে চান, তাহলে সম্মিলিতভাবে যেতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনে এসে মনে হয়েছে, আপনারা বহুদূর এগিয়ে যাবেন। প্রসঙ্গত, একটি অলাভজনক সেবামূলক সংগঠন হিসেবে ১৯৯৬ সালে কোয়ান্টাম ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই থেকে কোনরকম বিদেশী সাহায্য ছাড়াই স্ব-উদ্যোগ স্ব-অর্থায়ন, ও স্ব-পরিকল্পনায় কোয়ান্টাম ফাউন্ডেশন দেশজুড়ে নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার মধ্যে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা, খতনা, মাতৃমঙ্গল, অসহায়বঞ্চিত শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজ কোয়ান্টাম শিশুসদন কার্যক্রম উল্লেখযোগ্য।
×