ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেয়র আরিফুল হকের বরখাস্তের আদেশ স্থগিত হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৪০, ৪ এপ্রিল ২০১৭

মেয়র আরিফুল হকের বরখাস্তের আদেশ স্থগিত হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা স্থগিত করেছে আদালত। এদিকে জাতীয় পত্রিকার সম্পাদকদের কেন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রেসিডেন্স) অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালামের পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অন্যদিকে ভূমি উন্নয়নের বর্ধিত কর আদায়ে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপীল বিভাগ। ঢাকার নবাবগঞ্জ ভূমি অফিসের দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি সাংবাদিকদের জানান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বিতীয় দফায় করা বরখাস্তের আদেশও স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে মেয়রের বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। আগামী তিনদিনের মধ্যে স্থানীয় সরকার সচিব, পুলিশ কমিশনার ও ডিসি সিলেটসহ ৬ জনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রবিবার মেয়র আরিফুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর পরদিন সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেই বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের শুনানি করে আদালত এই স্থগিতাদেশ দিলেন। প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর গত রবিবার উচ্চ আদালতের নির্দেশে আরিফুল নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই আবারও সাময়িকভাবে বরখাস্ত হন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা স্থগিত ॥ শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করা হবে। রাষ্ট্রীয় পদমর্যাদা ॥ জাতীয় পত্রিকার সম্পাদকদের কেন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রেসিডেন্স) অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং তার সঙ্গে ছিলেন নজরুল আলম রনি। তদন্তের নির্দেশ ॥ ঢাকার নবাবগঞ্জ ভূমি অফিসের দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ওই ভূমি অফিসের দুর্নীতি নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ এ তথ্য জানান। গত রবিবার একটি জাতীয় দৈনিক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার পাশের নবাবগঞ্জ উপজেলা অফিসে যে কোন কাজের জন্য নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয়। টাকা ছাড়া সেখানে কোন ফাইল নড়ে না।
×