ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনা দরপত্রে ইজারা না দেয়ায় মেয়র লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:১৯, ৪ এপ্রিল ২০১৭

বিনা দরপত্রে ইজারা না দেয়ায় মেয়র লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দরপত্র ছাড়াই বাজার ইজারা দেয়ার দাবিতে ইজারদার ও তাদের লোকজনের হাতে সোমবার সকালে বগুড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান লাঞ্চিত হয়েছেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়া হয়। পৌর মেয়র সদর থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। ইজারদার ও তাদের লোকজনের দাবি উপেক্ষা করে পৌরসভার তিনটি বাজার ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করায় মেয়রের গায়ে হাত তুলে লাঞ্ছিত করা হয়। ইজারদার নতুন বাংলা বছরের জন্য প্রকাশ্যে দরপত্র ছাড়াই বাজার ইজারা দেয়ার দাবি জানিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। সূত্র জানায়, পৌরসভার বাজারগুলোর মধ্যে শহরের অন্যতম বাণিজ্যিক এলাকায় তিনটি বাজার রয়েছে। এগুলো হলোÑ ফতেহ আলী বাজার, রাজাবাজার ও চাষী বাজার। প্রতি বছরের জন্য এসব বাজার দরপত্রের মাধ্যমে ইজারা দেয়া হয়। পৌর মেয়র জানিয়েছেন, চলতি বছর এ বাজারের ইজারদার ছিলেন আব্দুল মতিন সরকার। ইজারদার ও তার লোকজন নতুন করে ইজারা না দিয়ে বর্তমান ইজারদারকেই বাজার ইজারা দেয়ার জন্য মেয়রের ওপর চাপ দিয়ে আসছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় পৌর মেয়র আদালতে যান। এতে আইনগত জটিলতা নিরসন হলে পৌর মেয়র ৩০ মার্চ উল্লিখিত তিনটি বাজার ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করেন। ৩১ মার্চ শুক্রবার পত্রিকায় এটি প্রকাশ হয়। এতে ইজারাদার ও তার লোকজন মেয়রের ওপর ক্ষুব্ধ হয়। মেয়র অভিযোগ করেন, ইজারাদার আব্দুল মতিন সরকার, তার সহযোগী আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন সকালে তার জলেশ্বরীতলার বাসায় যায়। সেখানে তারা কেন দরপত্র আহ্বান করা হয়েছে তা মেয়রের কাছে জবাবদিহি করে। তারা মেয়রকে অকথ্যভাষায় গালিগালাজ করে। কৃষকদের স্মারকলিপি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলার কৃষকের ইরি ক্ষেতে ব্লাস্ট রোগের (ভাইরাস) সংক্রমণে ক্ষতিগ্রস্ত জমির ধান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জরুরী ভিত্তিতে ব্লাস্ট রোগ প্রতিরোধে বিনামূল্যে কৃষকদের মাঝে ওষুধ সরবরাহসহ ৪ দফা দাবিতে জাতীয় কৃষক সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা পরিবারকে ভাতা প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে জেলা পরিষদের উদ্যোগে এককালীন পাঁচ হাজার টাকা করে ২শ’ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে মোট ১০ লাখ টাকা ভাতা প্রদান করা হয়েছে। সোমবার জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সচেতনতা বাবদ এ ভাতা প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল হক খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেনÑ শেখ আব্দুর রাজ্জাক, শাহাবুদ্দিন তালুকদার, এ্যাডভোকেট শরিফা খানম, আফরোজা বেগম প্রমুখ।
×