ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ছাত্রকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৫:১৯, ৪ এপ্রিল ২০১৭

পটিয়ায় ছাত্রকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৩ এপ্রিল ॥ এক গৃহশিক্ষক প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। রবিবার রাতে হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম হাইদগাঁও গ্রামের মধু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আট বছরের আহত শিশু হৃদয়কে রাতে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই শিশুটির পরিবার ও উত্তেজিত লোকজন গৃহশিক্ষক নূর হামজাকে পার্শ্ববর্তী ঘরে আটক করে রাখে। পরে পুলিশ ওই গৃহশিক্ষককে উদ্ধার করে। জানা গেছে, হাইদগাঁও ইউনিয়নের আবদুল মালেকের ছেলে হৃদয়ের গৃহশিক্ষক ছিলেন শাহচান্দ আউলিয়া মাদ্রসার ছাত্র নূর হামজা। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। গত ৭-৮ মাস ধরে হৃদয়কে গৃহশিক্ষক নূর হামজা পড়াতেন। হৃদয় পৌর সদরের উত্তর গোবিন্দারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো গৃহশিক্ষক রবিবার রাতে পড়াতে বসেন। একপর্যায়ে পড়া না পারার ইস্যুতে ঘরের দরজা বন্ধ করে বৈদ্যুতিক তার দিয়ে হৃদয়কে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ও আশপাশের লোকজন এগিয়ে এলে গৃহশিক্ষক দরজা খোলেন। বৈদ্যুতিক তার দিয়ে পেটানোর কারণে শিশুটির পুরো শরীর ফুলে যাওয়ায় প্রথমে পল্লী চিকিৎসক ও পরবর্তীতে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, ছাত্রকে মারধর করার কারণে গৃহশিক্ষককে আটক করা হয়েছে। দিনাজপুরে ট্রেন লাইনচ্যুত ॥ সাময়িক বরখাস্ত দুই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ডেম্যু ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১৫ ঘণ্টা পর দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কাঞ্চন রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ট্রেনটি কাঞ্চন রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় পয়েন্টে ত্রুটির কারণে একটি বগি লাইনচ্যুত হয়।
×