ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমাকে আনপপুলার করার চেষ্টা ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:১৬, ৪ এপ্রিল ২০১৭

আমাকে আনপপুলার করার চেষ্টা ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি মহল আমাকে আনপপুলার করার চেষ্টা করছে। তারা আমাকে ব্যর্থ করতে গিয়ে পুরো চট্টগ্রাম শহরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ভাবছে, আমার ব্যর্থতা মানে ওনাদের সফলতা। সোমবার শিক্ষানীতিমালা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চসিক মেয়র কথাগুলো বলেন। মেয়র বলেন, আমি নির্দিষ্ট মেয়াদের জন্য এ দায়িত্বে আছি। মেয়াদ শেষে আবারও নির্বাচন হবে। দল যাকে মনোনয়ন দেবেন তিনি প্রার্থী হবেন। তিনি বলেন, যতদিন আমি এ দায়িত্বে আছি ততদিন আমাকে কাজ করতে দিতে হবে। কিন্তু একটি মহল পৌরকর নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমাকে ব্যর্থ করতে গিয়ে প্রকৃতপক্ষে তারা চট্টগ্রাম নগরীকেই ক্ষতিগ্রস্ত করছে। বক্তব্যে তিনি নগর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ভিশন ও রূপকল্প সামনে রেখে কর্পোরেশন পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানব সম্পদকে পরিকল্পিতভাবে ব্যবহারে লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় শিক্ষা নীতি ২০১৭ এর আলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল ও কলেজসমূহকে একটি নীতিমালার আওতায় আনয়নের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভারতীয় উপমহাদেশের প্রাচীন পৌরসভাগুলোর অন্যতম। এ সিটি কর্পোরেশন শিক্ষা বিস্তারে সমগ্র বাংলাদেশে অনন্য নজির স্থাপন করেছে। তিনি জানান, প্রায় ৯০ বছর পূর্বে চট্টগ্রাম নগরীতে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। বর্তমানে চসিক ১টি বিশ্ববিদ্যালয়, ২১ কলেজ, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি কিন্ডারগার্টেন, ৩৫০টি ফোরকানিয়া মাদ্রাসা, ১টি থিয়েটার ইনস্টিটিউট, ১টি কম্পিউটার ইনস্টিটিউট, ৩টি কম্পিউটার কলেজ (ক্যাম্পাস) ও ১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। সিটি কর্পোরেশনের সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হয়েছে। সংবাদ সম্মেলনে উস্থত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক সুমন বড়ুয়া, সদস্য সচিব নাজিয়া শিরিন, সদস্য কাজী নাজিমুল ইসলাম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, জাহাঙ্গীর ও মোস্তফা আলম সরকার।
×