ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নগরভবন নিষ্প্রাণ

আইনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাসিক মেয়র বুলবুল

প্রকাশিত: ০৫:১৪, ৪ এপ্রিল ২০১৭

আইনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাসিক মেয়র বুলবুল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আবারও অভিভাবকহীন হয়েছে নগর সেবা সংস্থা রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। দীর্ঘদিন পর দায়িত্ব ফিরে কয়েক মিনিটের মধ্যে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বহিষ্কৃৃত হওয়ার পর ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়েছে নগরভবনে। এখন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম আযিমও নেই। ফলে নগর ভবনে এখন নিষ্প্রাণ অবস্থা বিরাজ করছে। সর্বশেষ রবিবার নিজের চেয়ারে বসার কয়েক মিনিটের মাথায় আবার বরখাস্তের আদেশ শুনে মোসাদ্দেক হোসেন বুলবুল ঘোষণা দিয়েছিলেন, যে কারণে তাকে বরখাস্ত করা হয়েছে, সে কারণে তাকে আগেই বরখাস্ত করা হয়েছিল। আইনী লড়াইয়ে জিতেই তিনি নগর ভবনে এসেছেন। তাই ওই আদেশ তিনি আমলে নিচ্ছেন না এবং সোমবারও তিনি অফিস করবেন। এ ঘোষণা দিয়ে মেয়রের গাড়িতে করেই বাড়ি ফেরেন বুলবুল। তবে ঘোষণা দিয়ে রাখলেও আগের অবস্থান থেকে সরে এসেছেন বুলবুল। সোমবার তিনি অফিসে যাননি। দেখা যায়নি আগের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীমকেও। তবে পদ ফিরে পেতে আবারও আইনী লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। সোমবার সকালে নগর ভবনে গিয়ে দেখা যায়, মেয়রের অফিস কক্ষটি তালাবদ্ধ। দরজার দুই পাশে আগে দুটি নামফলকে যেখানে দায়িত্বপ্রাপ্ত মেয়রের নাম লেখা থাকত, সে নামফলক দুটিও নেই। মেয়রের কক্ষের পাশে তার ব্যক্তিগত সহকারীর অফিস কক্ষটিও তালাবদ্ধ। নগর ভবন ঘুরে দেখা যায়, এখানে-সেখানে কর্মকর্তা-কর্মচারীরা চুপিসারে শুধু রবিবারের ঘটনার কথা গল্প করছেন। নগর ভবনে মেয়রের পদ ‘শূন্য’ হয়ে পড়ায় তারাও কিংকর্তব্যবিমূঢ়। অন্য দিনের মতো নগর ভবনে চোখে পড়েনি কোলাহল। কোন কাউন্সিলরকেও নগর ভবনে দেখা যায়নি। তবে নগর ভবনে নতুন কাউকে মেয়রের দায়িত্ব দেয়া হলে আবার আগের অবস্থা ফিরে আসবে বলে কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। কিন্তু কাকে আবার মেয়রের পদে বসানো হচ্ছে তা নিয়েও জোর আলোচনা চলতে দেখা যায় নগর ভবনে। শুধু নগর ভবনেই নয়, পুরো শহরেই চলছে এমন আলোচনা। এদিকে রবিবার বিকেলে নগর ভবন ছাড়ার পরই মন্ত্রণালয়ের আদেশের কপিটি মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতে পৌঁছে দেন রাসিক কর্মকর্তারা। আগে ঘোষণা দিলেও নগর ভবনে আর যাবেন না বলে জানিয়েছেন রাসিকের সাময়িক বরখাস্তকৃত মেয়র বুলবুল। তবে ওই আদেশের বিরুদ্ধে আবারও আইনী লড়াইয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, মন্ত্রণালয়ের আদেশে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে। তবে তার স্থলে কাউকে দায়িত্ব দেয়ার কথা বলা হয়নি। এ জন্য রাসিকে এই মুহূর্তে কোন মেয়র নেই।
×