ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নৈতিক অবস্থান গ্রহণ করুন ॥ আইপিইউ প্রতিনিধিদের বিএনপি

প্রকাশিত: ০৫:১৩, ৪ এপ্রিল ২০১৭

নৈতিক অবস্থান গ্রহণ করুন ॥ আইপিইউ প্রতিনিধিদের বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্য দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। দলের এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, দেশে আইপিইউ সম্মেলন হচ্ছে এটা আনন্দের বিষয়। কিন্তু বর্তমান সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নেই। সংসদ সদস্যের নামে যারা এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে দেশের পার্লামেন্টের পক্ষে অংশ নিচ্ছেন, তারা সবাই ভুতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন। আইপিইউ সদস্যদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন উল্লেখ করেন। সোমবার পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মূলত রবিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আরও বলেন, দেশের মানুষ সংসদীয় গণতন্ত্রিক শাসন ব্যবস্থা হতে বঞ্চিত। আইপিইউ সম্মেলনে নিজ নিজ দেশের মানুষের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। অথচ এ মহাসম্মেলনে আমাদের জনগণের প্রকৃত প্রতিনিধি নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের আইপিইউ সম্মেলনের অংশ নেয়া সদস্যদের নৈতিক সমর্থন এদেশে সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় বিশেষ অবস্থান রাখবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে সাবেক এই স্পীকার বলেন, তথাকথিত সংসদে কোন বিরোধী দল নাই। ওই বিরোধী দলের সদস্যদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে এক নজিরবিহীন পদ্ধতি চালু করা হয়েছে। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের নির্বাচিত দুই মেয়রকে বরখাস্তের সমালোচনা করে বলেন, আইপিইউ সম্মেলন চলাকালে দেশের দুইটি সিটি কর্পোরেশনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত সিটি মেয়রদের শুধুমাত্র বিএনপির সদস্য হওয়ার কারণে বরখাস্ত করা হয়েছে। এটা করা হয়েছে প্রশাসনিক ক্ষমতার অপব্যাহার করে কলমের এক খোঁচায়। দেশে গণতন্ত্র যে কতটা কর্তৃত্ববাদী ও একচোখা তা আবারো প্রমাণিত হয়েছে। এটা বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী নিগ্রহের একটি ক্ষুদ্র নমুনা মাত্র উল্লেখ করেন। আইপিইউ সদস্য রাষ্ট্রগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে জানতে চাইলে জমির উদ্দিন সরকার বলেন, দুইভাবে তারা ভূমিকা রাখতে পারেন। এক হচ্ছে, নিজ নিজ দেশের পার্লামেন্টের যে কোন ডেলিগেশনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে বলা যে, এখানে আসা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক হয়েছে যে, বাংলাদেশে প্রকৃত নির্বাচন হয়নি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের যেসব দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে তাদের প্রতিনিধিত্বকারী পার্লামেন্টের যে সব সদস্য এই অধিবেশনে যোগ দিয়েছেন তাদের বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির বৈঠকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে স্থায়ী কমিটি বিস্ময় প্রকাশ করে বলেছে, যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠিত; হত্যা, গুম, গ্রেফতার ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত সেই দেশে আইপিইউ এর এই সম্মেলন একটা প্রহসন ছাড়া অন্য কিছু নয়। এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে আগত আইপিইউ এর সদস্যদের বাংলাদেশের সংসদের বেশিরভাগ সদস্য বিনা ভোটে নির্বাচিত এ বিষয়টি অবহিত করে চিঠি দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সাবের হোসেন চৌধুরী বিনা ভোটে নির্বাচিত এটা যদি আগত সংসদ সদস্যরা আগে থেকে জানতেন তাহলে তাকে আইপিইউর সভাপতি নির্বাচিত করতেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আহমদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
×