ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংকে নতুন ডিএমডির যোগদান

প্রকাশিত: ০৫:১৩, ৪ এপ্রিল ২০১৭

অগ্রণী ব্যাংকে নতুন ডিএমডির যোগদান

আলী হোসেন প্রধানিয়া সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারী আদেশ বলে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হতে পদোন্নতি পেয়ে একই ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন পেয়েছেন। এ পদোন্নতি প্রাপ্তির পূর্বে তিনি অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন এবং তার ওপর অর্পিত প্রধান দায়িত্বসসূহের মধ্যে বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, ঈঅগখঈঙ এবং জনসংযোগ বিভাগ অন্তর্ভুক্ত ছিল। মহাব্যবস্থাপক হিসেবে তিনি ঢাকা সার্কেল-১,চট্টগ্রাম সার্কেল এবং খুলনা সার্কেলের প্রধান হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ হতে ২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড,সিংগাপুরের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে ৩টি শাখা খোলার মাধ্যমে সিংগাপুর হতে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি মিড জনসন কেনার প্রক্রিয়া শুরু করেছে রেকিট বেনকিজার যুক্তরাষ্ট্রের শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিড জনসন কেনার প্রক্রিয়া শুরু করেছে রেকিট বেনকিজার লিমিটেড। যুক্তবাজ্যভিত্তিক কোম্পানিটি ১৬.৬ বিলিয়ন ডলারের বিনিময়ে এ মালিকানা কিনে নিচ্ছে। রেকিট বেনকিজার প্রতিষ্ঠানটির কৌশলগত পর্যালোচনা শুরু করেছে বলে নিশ্চিত করেছে। খবর বিবিসির। প্রতিষ্ঠানটি বলছে, তারা কোম্পানিটির ফুড বিজনেস ইউনিটের সব দিক বিবেচনা করছে। এর মধ্যে ফ্রেন্স মেওয়ানিজ ও সস পণ্যও থাকবে। মিড জনসন মূলত শিশুখাদ্য প্রস্তুত করে এনফা ব্র্যান্ড নামে পণ্য বাজারজাত করে। ২০১৬ সাল শেষে কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ ছিল ৩.৭ বিলিয়ন ডলার। তবে কোম্পানিটি কিনে নিতে রেকিট বেনকিজারের মোট খরচ হচ্ছে ১৭.৯ বিলিয়ন ডলার। কারণ কিছু ঋণ রয়ে গেছে মিড জনসনের। যার দায় নিতে হচ্ছে রেকিটের। Ñঅর্থনৈতিক রিপোর্টার ভারতে অস্বাস্থ্যকর খাবারে ‘ফ্যাট ট্যাক্স’ আরোপের উদ্যোগ মুটিয়ে যাওয়া রোধ করতে ভারতে মিষ্টি জাতীয় ও মেদ বৃদ্ধি করতে পারে এমন খাবার, কোমল পানীয়ের মোড়কের তথ্য দেয়ার আইন আরও কড়াকড়ি করছে ভারত। একই সঙ্গে অস্বাস্থ্যকর খাবারের ওপর ‘ফ্যাট ট্যাক্স’ বা কর আরোপ করার কথাও ভাবছে দেশটির কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদফতর খাদ্য পণ্যের মোড়কে খাদ্য উপাদানের অনুপাত সঠিকভাবে উল্লেখের বিধান রেখে আইন সংস্থারের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, খাবারের মোড়কে বা লেবেলে ফ্যাট-নুন-চিনির মতো উপাদান কতটা রয়েছে, তা বাধ্যতামূলকভাবে জানাতে হবে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, চলতি মাসেই এ বিষয়ে খসড়া নীতি তৈরি হওয়ার কথা। অস্বাস্থ্যকর খাবারের ওপর ‘ফ্যাট ট্যাক্স’ বা কর আরোপ করার কথাও ভাবছে কেন্দ্র। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৫ সাল থেকেই এ বিষয়ে ভাবনাচিন্তা চলছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×