ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

প্রকাশিত: ০৫:১০, ৪ এপ্রিল ২০১৭

লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। লেনদেনে সেরা কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি এদিন ৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৭৫২ বারে ৭০ লাখ ৭০ হাজার ৬৫১টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। সোমবার কোম্পানিটির ২ হাজার ৪৫৪ বারে ১ কোটি ৪ লাখ ৩১ হাজার ৮৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৯ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মা ২ হাজার ২৪৪ বারে ৩৫ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংকের পর্ষদ সভা ১০ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অর্থনৈতিক রিপোর্টার
×