ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে বৈদেশিক লেনদেন বেড়েছে ৭৩ শতাংশ

প্রকাশিত: ০৫:১০, ৪ এপ্রিল ২০১৭

ডিএসইতে বৈদেশিক লেনদেন বেড়েছে ৭৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের (বিদেশী ও প্রবাসী) ৪৫৯ কোটি ৩১ লাখ টাকার বা ৭৩ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে এ লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মার্চ মাসে ডিএসইতে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ১ হাজার ৯২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন, যার পরিমাণ ফেব্রুয়ারি মাসে ছিল ৬৩২ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ শতাংশ। এদিকে মার্চ মাসে বিক্রয়ের চেয়ে ৩৩০ কোটি টাকার ক্রয়ের পরিমাণ বেশি হয়েছে। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৭১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় এবং ৩৮১ কোটি ১০ লাখ টাকার বিক্রয় করেছেন। অন্যদিকে ফেব্রুয়ারি মাসেও বিক্রয়ের চেয়ে ২৩৮ কোটি ৪৬ লাখ টাকার ক্রয়ের পরিমাণ বেশি ছিল। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৪৩৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় এবং ১৯৭ কোটি ২২ লাখ টাকার বিক্রয় করেছিলেন। ডিএসইর তথ্যে দেখা গেছে, গত তিন মাসে বিদেশী নিট বিনিয়োগ হয়েছে ৭৫৪ কোটি ৫৮ লাখ ৪১ হাজার টাকা। আর পোর্টফোলিওগুলোতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৬১ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ১১১ টাকা। এর মধ্যে পোর্টফোলিওগুলোতে শেয়ার বিক্রি করা হয়েছে ১ হাজার ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ১৬ টাকার। এর বিপরীতে শেয়ার কেনা হয়েছে ১ হাজার ৭৫৮ কোটি ১ লাখ ৯৭ হাজার ৯৫ টাকা। আইপিওতে আসছে এসকোয়্যার নীট কম্পোজিট অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চাচ্ছে বস্ত্র খাতের এসকোয়্যার নীট কম্পোজিট লিমিটেড। এজন্য আগামী ১৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রেডিসন ব্লু হোটেলে রোড শোর আয়োজন করা হয়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি. ও রেজিস্টার টু দ্য ইস্যু হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
×