ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন ভিডিওতে কাঙ্গালিনী সুফিয়া

প্রকাশিত: ০৩:৫০, ৪ এপ্রিল ২০১৭

নতুন ভিডিওতে কাঙ্গালিনী সুফিয়া

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক আব্দুর রহমান বয়াতির কথায় তরুণ সুরকার মুরাদ নূরের সুরে ‘ভুলি ভুলি মনে করি’ শিরোনামে কাঙ্গালিনী সুফিয়ার গাওয়া গানটির ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। গানটির স্টুডিও পার্ট মিউজিক ভিডিও আসছে আগামী ৬ এপ্রিল। মুসফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটি ইতোমধ্যে গানটি বেশ সারা পেয়ে জিপি মিউজিকে সেরা ১০ অবস্থান করছে। অন্যান্য এ্যাপসতেও এই গানটি জনপ্রিয়তার দৌড়ে আছে। গানটি প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন শেকরের গান, মাটির গান বরাবরই বাঙালীর ভাল লাগে। বেশি ভাল লাগছে টুং টাং গানের ভিড়ে সোঁদা মাটির গানটি জিপি মিউজিকের সেরা গানগুলোর একটি হওয়াতে। সিএমভিসহ ‘ভুলি ভুলি মনে করি’ গান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালবাসায় এমন অনেক ভিন্ন কাজ করতে চাই। জয় হোক বাংলা গানের। কাঙ্গালিনী সুফিয়া বলেন, রহমান বয়াতি আর আমি অনেক গান করেছি, রহমান বয়াতির গান অন্য কেউ সুর করছে এটাই প্রথম। পিচ্চি (মুরাদ নূর) এত বড় সাহস করেছে তাই আমার খুব ভাল লাগছে। ওরাই তো আমাদের বাংলা গানের ঐতিহ্য ধরে রাখবে। ওর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। আশা করি গানের মতো ভিডিওটি দর্শকদের পছন্দ হবে। বাংলা গানের জয় হোক বাংলা সংস্কৃতির জয় হোক।
×