ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে ট্রাম্প-সিসি বৈঠক

প্রকাশিত: ০৩:৪৭, ৪ এপ্রিল ২০১৭

হোয়াইট হাউসে ট্রাম্প-সিসি বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প গত নবেম্বরে অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিদেশী নেতাদের মধ্যে সিসিই তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন। ওভাল অফিসে সিসির সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের বিশেষ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারন ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার সময় সিসি যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ পাননি। খবর এএফপি’র। এ বৈঠকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত এবং ইসলামী জঙ্গী গোষ্ঠী অইএসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার সঙ্গে শীতল সম্পর্ক ছিল সিসির। ২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম ওয়াশিংটন সফর। এর আগে মিসরীয় রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে একটি বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ১৯২৮ সালে জন্ম নেয়া মুসলিম ব্রাদারহুডের লাখ লাখ সমর্থক রয়েছে বিশ্বজুড়ে। রিয়ালটি টেলিভিশন তারকা ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প সাবেক ও মিসরীয় সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল সিসির প্রশংসা করেছেন খোলামেলাভাবে। সিসি তার ইসলামপন্থী উত্তরসূরিকে উৎখাত করেছেন এবং উত্তরসূরির সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন।
×