ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্থায়ী কমিটির বৈঠক

ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হলে কর্মসূচী দেবে বিএনপি

প্রকাশিত: ০৯:০২, ৩ এপ্রিল ২০১৭

 ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হলে কর্মসূচী দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হলে তার প্রতিবাদে কর্মসূচী পালন করবে বিএনপি। রবিবার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বৈঠকে চট্টগ্রামের ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী দেয়ার বিষয়ে আলোচনা হয়। এর বাইরে বৈঠকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, আইপিইউ সম্মেলন, জঙ্গী পরিস্থিতি, খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের মামলা এবং বিএনপির সাংগঠনিক বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আজ সোমবার দুপুর ১টায় নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন। রবিবার রাত সাড়ে নয়টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপির সাংগঠনিক কার্যক্রমসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
×