ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার প্রাচীন লাবসা মসজিদকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৯:০১, ৩ এপ্রিল ২০১৭

সাতক্ষীরার প্রাচীন লাবসা মসজিদকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় ১৩০ বছরের পুরনো লাবসা মসজিদকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রায় দেন। আদালতের আদেশে মসজিদের পাশে কোন স্থাপনা নির্মাণ করতে হলে প্রতœতত্ত্ব আইন মেনে মহাপরিচালকের অনুমতিসাপেক্ষে দূরত্ব বজায় রেখে তা করা যাবে বলে জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
×