ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:০১, ৩ এপ্রিল ২০১৭

রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার জুরাইনে গ্যাস লাইনের আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। মতিঝিল এজিবি কলোনিতে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রাবাড়ীতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জুরাইনে গ্যাস লাইনের আগুনে দগ্ধ বাড়িওয়ালা মুরসালিন সরকারের (৫৪) মৃত্যু হয়েছে। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে রবিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় দগ্ধ ওই বাসার দুই কাজের শিশু শাওন (৮) ও হাসান (৯) বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। গৃহকর্মীর লাশ উদ্ধার ॥ মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে ফাতেমা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবার নাম মৃত হোসেন খাঁ। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কালিকাটি গ্রামে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক জানান, দীর্ঘদিন ধরে ফাতেমা মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনের ৯২/১১ নম্বরের ইমামুল হোসেনের বাসায় কাজ করতেন। তিনি জানান, রবিবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশ তার লাশটি ওই বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ইয়াবা বিক্রেতা গ্রেফতার ॥ যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মোঃ রফিক চৌকিদার (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম দনিয়া বাজার রোডের কামরুল হাছানের ৫তলা ভবনের ৪র্থতলার পূর্ব পাশের্^র ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় সেখান থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
×