ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অধীনে সব সময় নির্বাচন সুষ্ঠু হয় ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৪৬, ৩ এপ্রিল ২০১৭

শেখ হাসিনার অধীনে সব সময় নির্বাচন সুষ্ঠু হয় ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার ও প্রশাসন আন্তরিক থাকলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। ফলাফল যাই হোক, আওয়ামী লীগ তা মেনে নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল পেশাজীবীবের ঐক্যবদ্ধ থেকে চক্রান্তকারীদের চক্রান্ত মোকাবেলা করতে হবে। বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বিএমএ সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
×