ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপরাধ মোকাবেলায় সার্ক পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৫, ৩ এপ্রিল ২০১৭

অপরাধ মোকাবেলায় সার্ক পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তঃদেশীয় অপরাধের আকার ও ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এটি এখন শুধু কোন দেশীয় অপরাধ নয়। এটি সকল দেশের সমস্যা। রবিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ : সার্ক প্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আর এই সমস্যা মোকাবেলায় সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর পুলিশ সদস্যদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কেন দেশে দায়িত্বশীল ও ভাল পুলিশ কর্মকর্তা দরকারÑ এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখার ও জানার কোন শেষ নেই। আমাদের দেশের পুলিশ অনেক দক্ষ ও দায়িত্বশীল। তবে আমাদের আরও দক্ষ, ভাল ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দরকার। যে কারণে আন্তঃদেশীয় অপরাধ দমনে এমন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি জঙ্গী আস্তানায় যে বিস্ফোরক ব্যবহার ও উদ্ধার হয়েছে সে বিস্ফোরকগুলো দেশেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তারপরও ব্যাপারটি খতিয়ে দেখা হবে। তারা কিভাবে এগুলো সংগ্রহ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর সাদিকুর রহমান। দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে সার্কের সদস্য দেশ বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার পুলিশ সুপার পদমর্যাদার ১৮ পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন।
×