ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে কোকাকোলা

প্রকাশিত: ০৮:০১, ৩ এপ্রিল ২০১৭

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে কোকাকোলা

স্টাফ রিপোর্টার ॥ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উন্নতিতে নারীর অবদান অনস্বীকার্য। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে নারীদের সরাসরি অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে সংশ্লিষ্টতা বাড়ানোর চেষ্টায় কোকা-কোলা কোম্পানি তার বৈশ্বিক ফাইভ-বাই-টোয়েন্টি কর্মসূচীর আওতায় বিশ্বব্যাপী ৫ মিলিয়ন বা ৫০ লাখ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলছে। সে অনুযায়ী বাংলাদেশে নেয়া উইমেন বিজনেস সেন্টার (ডব্লিউবিসি) কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে জামালপুর ও খুলনা অঞ্চলের প্রায় ২০ হাজার গ্রামীণ নারীকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে ডব্লিউবিসি। রবিবার কোকা-কোলা বাংলাদেশ এবং বিজনেজ ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জনানো হয়। সেই সঙ্গে গ্রামীণ নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ ও উন্নয়নের সামগ্রিক বিষয়ে আলোচনা হয়। আলোচনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও প্রগতিশীল মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি ছোটবেলার কথা মনে করতে পারছি যখন আমদের মা-দাদিরা ঘরে কাজ করতেন আর আমরা বাইরে কাজ করতাম, বিশেষ করে বাজার সদাই। ঘরের আশপাশেই তারা প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করতেন যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার মানসিকতারই বহিঃপ্রকাশ। আমরা সৌভাগ্যবান যে আজকে কোকা-কোলার মতো কোম্পানি নারীদের স্বাবলম্বী করতে এগিয়ে এসেছে। আমি আশা করছি তাদের এ ধারা অব্যাহত থাকবে।’ আলোচনা সভায় কোকা-কোলার উইমেন বিজনেস সেন্টারের তৃতীয় পর্যায়ের সম্প্রসারণের ঘোষণা দেয়া হয়। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ্যান্ড সিইও মাফরুহা সুলতানা, প্রিজম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর কান্তারা কে খান প্রমুখ।
×