ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব আজ

প্রকাশিত: ০৮:০১, ৩ এপ্রিল ২০১৭

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মহাষ্টমী স্নানোৎসব আজ সোমবার বিকেল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হচ্ছে। মহাষ্টমী স্নানোৎসবের লগ্ন শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। শেষ হবে মঙ্গলবার বিকেল ৫টা ২৮ মিনিটে। স্নানোৎসব এলাকায় ইতোমধ্যে বসানো হয়েছে ৩২টি সিসি ক্যামেরা। পুলিশ ও ডিবিসহ নিরাপত্তা বাহিনীর প্রায় ১৩শ’ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ১৬টি স্নান ঘাটের মাধ্যমে স্নানোৎসব অনুষ্ঠিত হবে। এবারের স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে কয়েক লাখ পুণ্যার্থীর আগমন ঘটবে বলে লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আশা করছেন।
×