ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ॥ সভাপতি সেক্রেটারি বহিষ্কার

প্রকাশিত: ০৭:৫৯, ৩ এপ্রিল ২০১৭

ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ॥ সভাপতি সেক্রেটারি বহিষ্কার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই কলেজ শাখা কমিটির সভাপতি সজীব হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভকে বাংলাদেশ ছাত্রলীগ হতে স্থায়ী বহিষ্কার করা হয়। রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ জরুরী সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ ছাত্রসংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবিকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজ ও তার সমর্থিত নেতা-কর্মীরা শনিবার দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গাড়ির যাত্রা পথে ব্যারিকেড দেন। এ নিয়ে কলেজের ছাত্রলীগের দু’পক্ষের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সৌরভ এবং জয়দেবপুর থানার এসআই মোঃ সাইদুর রহমান খান বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজসহ দু’শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।
×