ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

হৃদিকা হার্ট ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছে, চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৩, ৩ এপ্রিল ২০১৭

হৃদিকা হার্ট ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছে, চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিসিআইসি কলেজ এ্যান্ড স্কুল শাখার পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী হুমায়রা জাহান হৃদিকার (১০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হার্ট ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে এবং একটি শিরা অকেজো হয়ে গেছে। উন্নত চিকিৎসা করাতে না পেরে ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। নষ্ট হয়ে গেছে হার্টের একটি ভাল্ব। এর আগে তাকে ভারতের ব্যাঙ্গালুরুতে ডা. দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু ডা. শেঠির মৃত্যুতে মাঝপথে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তাকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে হলে প্রায় ৪৫ লাখ টাকা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মায়ের পক্ষে চিকিৎসার এই বিপুল পরিমাণ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায় সম্বল ফুরিয়ে গেছে। এমতাবস্থায়, শিশু হৃদিকার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা তৌহিদা ইয়াসমিন। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৫১৪৭২৭৬৫। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে তৌহিদা ইয়াসমিন, প্রাইম ব্যাংক লি., মিরপুর-১ শাখা, ঢাকা, হিসাব নং ১৫২২১০১০০৩৩৬১৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×