ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার ॥ ময়মনসিংহের সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল ৩ মে

প্রকাশিত: ০৫:৪৩, ৩ এপ্রিল ২০১৭

যুদ্ধাপরাধী বিচার ॥ ময়মনসিংহের সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল ৩ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ৩ মে দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনপক্ষের তিন মাস সময়ের আবদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ রবিবার এ আদেশ প্রদান করেছে। প্রসিকিউটর আবুল কালাম জনকণ্ঠকে বলেছেন, ২৯ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই নয় রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। আমি রবিবার ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের জন্য তিন মাস সময়ের আবেদন করি। ট্রাইব্যুনাল ফরমাল চার্জ দাখিলের জন্য একমাস সময় দিয়েছে। তদন্ত সংস্থা ২৯ মার্চ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চূড়ান্ত প্রতিবেদনে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, অগ্নিসংযোগসহ মোট ৮ অভিযোগ পাওয়া গেছে। নয় রাজাকারের মধ্যে মোঃ আব্দুল সালাম, সুরুজ আলী ফকির, মোঃ ময়েন উদ্দিন ফারুকী, মোঃ আব্দুর রহিম ওরফে মোঃ আব্দুর রহিম মাস্টার ওরফে নুর বিএসসি, মোঃ জালাল উদ্দিন ও মোঃ রুস্তম আলী গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছে। অন্যদিকে পলাতক রয়েছেন তিন রাজাকার। ময়মনসিংহের ৯ রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, আটক, অগ্নিসংযোগসহ আট ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত ২০১৬ সালের ১৭ মে থেকে শুরু হয়ে চলতি ২৯ মার্চ শেষ হয়েছে। পৃথক চার খ-ে ৪২৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মুক্তিযুদ্ধের সময় ১০১ জনকে হত্যা, ১১০-১১২টি বাড়িতে অগ্নিসংযোগ, একজনকে ধর্ষণ ও ১২-১৩ জনকে নির্যাতনে গুরুতর আহত করার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা রুহুল আমিন মামলাটি তদন্ত করেছেন। এরপর তাদের গতবছর ৮ আগস্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা মুক্তিযুদ্ধের সময় আল বদর ও রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের সমর্থক রয়েছেন বলে তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে।
×