ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ আতিয়া মহলে ফের উদ্ধার অভিযান

প্রকাশিত: ০৫:৪৩, ৩ এপ্রিল ২০১৭

আজ আতিয়া মহলে  ফের উদ্ধার  অভিযান

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমার পাঠানপাড়া শিববাড়ি এলাকার জঙ্গী আস্তানা আতিয়া মহলে আজ সোমবার থেকে উদ্ধার অভিযান শুরু হবে। উদ্ধার করা হবে সেখানে পড়ে থাকা দুই জঙ্গীর লাশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ঢাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল আজ উদ্ধার অভিযান শুরু করবে বলে জানিয়েছে। গত ২৪ মার্চ ভোর রাতে দক্ষিণ সুরমার পাঠানপাড়া শিববাড়ি এলাকায় জঙ্গী আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোরেই ওই ভবনটি তালাবদ্ধ করে দেয় পুলিশ। ফলে ভবনের ভেতরে আটকা পড়েন প্রায় ২৮টি পরিবার। এরপর জঙ্গী নির্মূলে অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্যারাকমান্ডো দল। প্রথমে তারা ভবনে আটকেপড়া ৭৮ জনকে নিরাপদে বাইরে বের করে আনে। এরপর ১১১ ঘণ্টার অভিযানে মারা পড়ে ভবনে থাকা এক নারী ও ৩ পুরুষ জঙ্গী। এর মধ্যে ২ জনের লাশ ময়না তদন্তের পর শনিবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। অন্য ২ জঙ্গীর শরীরে বোমা থাকায় তাদের লাশ এখনও অপসারণ করা যায়নি। আজ আতিয়া মহলের ভেতরে পড়ে থাকা ২ জঙ্গীর লাশ উদ্ধারের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক দ্রব্যও অপসারণ করা হবে।
×