ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সস্তার তিন অবস্থা

প্রকাশিত: ০৫:৪২, ৩ এপ্রিল ২০১৭

সস্তার তিন অবস্থা

সস্তার তিন অবস্থা বুঝি একেই বলে। কারণ কিছু কিছু অবিশ্বাস্য অফার যে আসলেই বিশ্বাস করা উচিত নয়, সেটি বেশ কঠিন উপায়ে শিখতে হলো এক ডাচ ছাত্রকে। এ ছাত্রের নাম মিলান শিপার। বয়স ১৮ বছর। মিলান শিপার এ শিক্ষা পান যখন নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে যাওয়ার পরিবর্তে কানাডার সিডনিতে গিয়ে পৌঁছান। সিবিসি টিভিকে দেয়া এক সাক্ষাতকারে শিপার বলেন, তিনি বিমানের ওই টিকেটটি কিনেছিলেন কারণ তার দাম ছিল অন্যান্য টিকেটের তুলনায় অনেক সস্তা। তার পরিকল্পনা ছিল বিমান থেকে নেমে সোজা সমুদ্রসৈকতে চলে যাবেন। পানিকে ঝাঁপাবেন। কিন্তু তার পরিবর্তে পাতলা একটি জ্যাকেট গায়ে বিমান থেকে নেমেই তিনি পড়েন প্রায় তুষারঝড়ের মতো এক পরিস্থিতিতে। টরন্টোতে পৌঁছানোর পর যখন তাকে এয়ার কানাডার ছোট্ট একটি বিমানে ওঠানো হয় তখনই তার সন্দেহ হয় যে কিছু একটা বোধহয় ভুল হচ্ছে। ‘উড়োজাহাজটি ছিল খুবই ছোট। আমি ভাবছিলাম, এটি কি অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে পারবে?’ তবে এই প্রথম কোন অসহায় পর্যটক এ ভুল করেনি। ২০০২ সালে তরুণ এক ব্রিটিশ যুগলও একই ভুল করেছিল। ২০০৯ সালে আরেক ডাচ নাগরিক তার ছেলেকে নিয়ে এ কানাডার সিডনিতে পৌঁছান। ২০১০ সালে কয়েকজন ইটালিয়ান পর্যটকও একই ভুল করেন। শিপার কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের সিডনিতে পৌঁছানোর পর বিমানের কর্মীরা তাকে টরন্টোতে ফিরে যাওয়ার টিকেট নিতে সাহায্য করেন। যাতে তিনি সেখান থেকে নেদারল্যান্ডসে ফিরে যেতে পারেন। শিপারের বাবা সিবিসিকে বলেন, এ্যামস্টারডামের বিমানবন্দর থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরার সময়টা তিনি প্রচুর হেসেছেন।Ñবিবিসি অবলম্বনে।
×