ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতারণা করে জমির নামজারির চেষ্টা, ধরা পড়লেন পারভেজ

প্রকাশিত: ০৫:৪১, ৩ এপ্রিল ২০১৭

প্রতারণা করে জমির নামজারির চেষ্টা, ধরা পড়লেন পারভেজ

সহকারী কমিশনার (ভূমি) মতিঝিল রাজস্ব সার্কেলে নামজারি করার জন্য আবেদন করেন মোঃ মুজিবুর রহমান, তারিখ: ০৯-০৩-১৭, মৌজা পশ্চিম রাজার বাগ। মুজিবুর রহমানের পক্ষ হতে পারভেজ আলম খান, পিতা- মৃত মনসুর আলম খান, আফজালখান রোড (আমলা পাড়া), সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ সে নামজারি ৪১৫৪/১৭ তদবির করতে আসেন। মূলত সম্পত্তিটি ইস্টার্ন প্লাস শপিংয়ের আরএস ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। সিটি খতিয়ান-৪৯ ও ৪৪৩। অদ্যাবধি এ খতিয়ানে কোন নামজারি হয়নি। তাই পারভেজ আলম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ভাগ্নে পরিচয় দিয়ে নামজারি করার জন্য সহকারী কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাত করেন। পারভেজ আলমকে সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এইচটি ইমাম তার আপন মামা। তিনি তার বড় বোনের ছেলে। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) উপদেষ্টা মহোদয়ের অফিসে বিষয়টি অবহিত করলে অফিস থেকে জানানো হয় স্যারের এই নামে কোন ভাগ্নে অথবা পরিচিত ব্যক্তি নেই। সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত হয়ে ওয়ারি থানা এডিসির (পুলিশ) সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় সোপর্দ করেন। মাঝে মধ্যেই অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে চাপ সৃষ্টি করে অসৎ উপায়ে ভূমি অফিস হতে কাজ হাসিল করার চেষ্টা করেন এই ধরনের অসাধু লোকজন। এসব অসাধু ব্যবসায়ী/তদবিরবাজদের নজরদারির জন্য ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি) সিসি ক্যামেরা বসিয়েছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) অফিসটি জনবান্ধব করার জন্য যোগদান করার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভুয়া পরিচয় দেয়া লোকদের মতো দালালদের আইনের আওতায় আনার বিষয়টি প্রশংসনীয়। -বিজ্ঞপ্তি
×