ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেক্সপিয়ারের হাতে লেখা প্যাড

প্রকাশিত: ০৫:৩৮, ৩ এপ্রিল ২০১৭

শেক্সপিয়ারের হাতে লেখা প্যাড

ইংরেজি ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এবার ১৭ শতকের এই সাহিত্যিকের নিজ হাতে লেখা একটি নোটপ্যাড নিয়ে ‘এ্যানটিক রোডশো’ নামের একটি টিভি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন বিশেষজ্ঞরা। আয়োজকরা বলছেন, শেক্সপিয়ারের নিজ হাতে লেখা এই নোটপ্যাডের প্রচুর সাহিত্য মূল্য রয়েছে। প্রখ্যাত পাণ্ডুলিপি বিশ্লেষক ম্যাথু হ্যালি বলেন, জীবদ্দশায় এই নোটপ্যাডে অনেক বিজ্ঞানভিত্তিক তথ্য লিপিবদ্ধ করেন বার্ড অব এ্যাভন নামে খ্যাত এই কবি ও নাট্যকার। মনে করা হচ্ছে, প্রাচীন মূল্যবান বস্তু সংগ্রাহক জন লোভেডির সংগ্রহশালা থেকে এটি সংগ্রহ করা হয়েছে। ১৮ শতকের প্রখ্যাত সংগ্রাহক জন লোভেডির বর্তমান পঞ্চম পুরুষ সম্প্রতি এই নোটবুক জনসম্মুখে আনেন। ম্যাথু হ্যালি আরও বলেন, এই নোটপ্যাডে ল্যাটিন ভাষায়ও অনেক তথ্য লেখা রয়েছে। বর্তমান যুগের নাটকের শিক্ষার্থীদের এই নোটপ্যাড কাজে আসতে পারে। তবে এটি নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন বলে মত দেন ম্যাথু হ্যালি। উচ্ছ্বসিত এই পাণ্ডুলিপি বিশ্লেষক বলেন, নোটপ্যাডটি পাওয়া সত্যিই বিস্ময়কর। এটি প্রায় অক্ষত এবং পুরোপুরি পাঠযোগ্য। এখান থেকে প্রয়োজনীয় শব্দগুলো বেছে নেয়া যায়। আবার শেক্সপিয়ার তাঁর সাহিত্যে যেসব বাগধারা ব্যবহার করতেন তাও স্পষ্ট লেখা রয়েছে। মনে হয়, তাঁর লেখা নোটপ্যাড নিয়ে আয়োজিত অনুষ্ঠান জনপ্রিয় হবে। Ñবিবিসি অবলম্বনে
×