ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদীচীর রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তদের মিলনমেলা

প্রকাশিত: ০৪:০২, ৩ এপ্রিল ২০১৭

উদীচীর রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বাধীনতা পদক’ ও ‘একুশে পদক’ প্রাপ্ত যে সব গুণীজনের সাহচর্য ও সান্নিধ্যে বিভিন্ন সময়ে উদীচীর পথচলা সুদৃঢ় হয়েছে। তাদের নিয়ে আনন্দ আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। যারা এ আয়োজনকে যারা আলোকিত করবেন তারা হলেনÑ স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দ হাসান ইমাম, শামসুজ্জামান খান, আশরাফুল আলম, মরণোত্তর পদকপ্রাপ্ত গোলাম সামদানী কোরায়শীর পরিবারের সদস্যরা, দ্বিজেন শর্মা, কামাল লোহানী, মফিদুল হক, আবুল মোমেন, সারা যাকের, মাহমুদ সেলিম ও তানভীর মোকাম্মেল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আগামী ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় হবে এ আনন্দ আয়োজন শুরু হবে। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে এ আয়োজনে থাকবে গুণীশিল্পীদের সংক্ষিপ্ত জীবনী পাঠ, তাঁদের পছন্দের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন। উদীচীর শিল্পীকর্মীরা ছাড়াও অন্যান্য প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।
×