ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জর্দানের বাদশাহ আবদুল্লাহ বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন

প্রকাশিত: ০৪:০১, ৩ এপ্রিল ২০১৭

জর্দানের বাদশাহ আবদুল্লাহ বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন

জর্দানের বাদশা আবদুল্লাহ চলতি সপ্তাহে হোয়াইট হাউস সফরে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে আবদুল্লার এটা হবে দ্বিতীয় সাক্ষাত। এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার এএফপিকে এ কথা জানিয়েছেন। ট্রাম্প ও আবদুল্লাহ গত মাসে ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হয়েছিলেন। খবর এএফপির। বাদশাহ আবদুল্লাহ ৫ এপ্রিল ওয়াশিংটন সফর করবেন। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পিছিয়ে পড়া শান্তি আলোচনাকে এগিয়ে নেয়ায় তার এ সফরের মূল লক্ষ্য। এছাড়াও সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসির বৈঠকের কথা রয়েছে। স্থগিত শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সিসিও আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যাসন গ্রীনব্লাট একটা শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্র তৈরিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘুরছেন। যা একজন প্রেসিডেন্টের জন্য চূড়ান্ত অর্জন বলে প্রতীয়মান হবে। গত মাসে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় তার ও ট্রাম্পের মধ্যকার আলোচনায় এই ইস্যুটি স্থান পায়।
×