ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটলান্টিকে উধাও দ. কোরীয় জাহাজ, নিখোঁজ ২২ ক্রু

প্রকাশিত: ০৪:০০, ৩ এপ্রিল ২০১৭

আটলান্টিকে উধাও দ. কোরীয় জাহাজ,  নিখোঁজ ২২ ক্রু

তীর থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে থাকতে শেষ যোগাযোগের পর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে থাকা দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। জাহাজটির ২২ নাবিকেরও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে রবিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংবাদ প্রতিবেদনগুলো জানিয়েছে। খবর ওয়েবসাইটের। শনিবার জীবন রক্ষাকারী একটি রাবারের ডিঙি থেকে ওই জাহাজের দুই ফিলিপিনো নাবিককে উদ্ধার করা হয়, কিন্তু ওই এলাকায় পাওয়া জাহাজটির অন্যান্য লাইফবোট ও রাবারের ডিঙিগুলো খালি ছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। সিউল থেকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টেলিফোনে বলেছেন, ওই ২২ জনের খোঁজে একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ নাবিকদের মধ্যে ১৪ জন ফিলিপিনো এবং আট জন দক্ষিণ কোরীয় বলে নিশ্চিত করেছেন তিনি। দক্ষিণ কোরিয়া তল্লাশি ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য ব্রাজিল ও উরুগুয়েকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
×