ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মাজারের খাদেম ২০ জনকে হত্যা করেছে

প্রকাশিত: ০৪:০০, ৩ এপ্রিল ২০১৭

পাকিস্তানে মাজারের খাদেম ২০ জনকে হত্যা করেছে

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একটি মাজারের খাদেম রবিবার ভোরে চার নারীসহ ২০ জনকে হত্যা করেছে। স্থানীয় প্রতিবেদনে একথা বলা হয়েছে। খবর এএফপির। ওই এলাকার একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইসলামাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার দক্ষিণে সারগোদা জেলায় রোমহর্ষক ঘটনাটি ঘটে। এ সময় মাজারের ভক্তরা আধ্যাত্মিক পরামর্শ ও চিকিৎসার জন্য সেখানে জমায়েত হয়েছিল। সারগোদা জেলার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাত্তা বলেন, মাজারের খাদেম আব্দুল ওয়াহিদ খুব সম্ভবত মানসিক ভারসাম্যহীন। এ কারণেই এ হত্যাকা- ঘটে থাকতে পারে। তিনি আরও বলেন, ওয়াহিদ সারগোদায় পাকিস্তান নির্বাচন কমিশনের কর্মী। তিনি তার ভক্তদের নেশার ওষুধ খাওয়ানোর পর ছুরি ও লাঠি দিয়ে হত্যা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওয়াহিদ ও তার সঙ্গীরা নেশাগ্রস্ত দর্শনার্থীদের নির্মমভাবে হত্যা করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওয়াহিদ ও তার ঘনিষ্ঠ পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে। উদ্ধারকারী কর্মকর্তা মাজহার শাহ্ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আহত অবস্থায় পালিয়ে যাওয়া তিন জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×